২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে : শিক্ষামন্ত্রী

-

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গত ১০ বছরে শিক্ষায় যে অগ্রগতি হয়েছে, এত অল্প সময়ে এ উন্নয়ন পৃথিবীর আর কোনো দেশে হয়নি। এ উন্নয়ন যাতে অব্যাহত থাকে, সেজন্য ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ শিক্ষা পরিবারের সবাইকে সচেষ্ট থাকতে হবে।
শিক্ষামন্ত্রী গতকাল ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমি (নায়েম) অডিটোরিয়ামে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ১৫৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর জানুয়ারির ১ তারিখে শিক্ষার্থীদের বই দেয়া হচ্ছে। এবারো এর ব্যত্যয় হবে না। এর মধ্যে অর্ধেকের বেশি বই ইতোমধ্যে জেলা-উপজেলাপর্যায়ে পৌঁছে গেছে। অবশিষ্ট বই নির্ধারিত সময়ের মধ্যে চলে যাবে। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে জেএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতেও সব পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্যবস্থা নেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদ গড়ার জন্য দক্ষ ও মানসম্পন্ন শিক্ষক প্রয়োজন। শিক্ষকেরাই এ দক্ষ মানবসম্পদ তৈরিতে মুখ্য ভূমিকা পালন করবেন। এ দায়িত্ব পালনে তাদের নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ হতে হবে।
নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো: গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাউশি বিভাগের সচিব মো: সোহরাব হোসাইন, মাউশির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মোহাম্মদ শামসুল হুদা, ১৫৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উপদেষ্টা প্রফেসর ড. মো: লোকমান হোসেন এবং কোর্স পরিচালক নাসরিন সুলতানা।


আরো সংবাদ



premium cement