১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

নির্বাচনী তফসিল পুনর্নির্ধারণ জাপা ইতিবাচকভাবেই দেখছে : জি এম কাদের

-

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে, তাই জাতীয় পার্টির প্রতি তাদের প্রত্যাশাও বেশি। আর এ কারণেই জাতীয় পার্টি গণমানুষের জন্য দায়িত্বশীল রাজনীতি করছে। গতকাল দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন, নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, আবু সাঈদ স্বপন উপস্থিত ছিলেন।
জি এম কাদের বলেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর হবে। নির্বাচন কমিশন সবার অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনী তফসিল পুনর্নির্ধারণ করেছে, এটাকে জাতীয় পার্টি ইতিবাচকভাবেই দেখছে। মহাজোটের সাথে আসন বণ্টন প্রসঙ্গে জি এম কাদের বলেন, জাতীয় পার্টি এক শ’ আসন প্রত্যাশা করছে। তবে আলাপ-আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে সব কিছুই।
দ্বিতীয় দিনের মতো গতকালও জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস থেকে একাদশ জাতীয় নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হলেও সকাল থেকেই বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীরা সমর্থকদের নিয়ে মিছিলে মিছিলে মুখর করে তোলে পুরো এলাকা। এ সময় তারা হুসেইন মুহম্মদ এরশাদ এবং লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে সেøাগান দেয়।
গতকাল মনোনয়নপত্র গ্রহণ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাইদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, মীর আবদুস সবুর আসুদ, আতিকুর রহমান আতিক, এ টি ইউ তাজ রহমান ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। এছাড়া আবদুল মুনিম চৌধুরী বাবু এমপি, অ্যাডভোটেক মহম্মদ আলতাফ আলী এমপি, মেজর (অব:) রানা মোহাম্মদ সোহেল, মোস্তফা আল মাহমুদ, মো: মহিবুল্লাহ, হাসান মঞ্জুর, খোরশেদ আলম খুশু, এমরান হোসেন মিয়া, শ ম সালাহউদ্দিন, আব্বাস আলী তালুকদার, ইলিয়াস উদ্দিন, মিল্টন মোল্যা, গোলাম মোস্তফা বাবু মণ্ডল, সোলায়মান সামিসহ কয়েক শ’ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থী দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেছেন।


আরো সংবাদ



premium cement