২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

সিলেটে জেলা বিএনপি সভাপতির বাসায় অবরুদ্ধ বিএনপি নেতারা : আটক ৬

-

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের নগরীর যতপুরের বাসা ঘিরে রেখেছে পুলিশ। গতকাল রাত ৮টায় বাসার বাইরে পুলিশ অবস্থান নেয়। তার বাসার সামনে থেকে ছয় নেতাকর্মীকে এবং উপশহর থেকে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে প্রত্যদর্শী সূত্রে জানা গেছে। তবে নগরীর বিভিন্ন স্থান থেকে ২০-২৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। আটকদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী রয়েছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, আটকের পর যাচাই-বাছাই শেষে ছয় নেতাকর্মীকে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে পুলিশ। ছাড়া পেয়েছেন মহানগর বিএনপির সহসভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীও।
সিলেট কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার সাদেক কাওসার দস্তগীর জানান, নগরীর সোবহানীঘাট থেকে ডা: শাহরিয়ার ও কয়েস লোদীসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে এসেছেন তারা। যাচাই বাছাই করে কয়েস লোদীসহ কয়েকজনকে ছেড়ে দেয়া হয়েছে। তবে ডা: শাহরিয়ারসহ বাকিরা এখনো থানায় আছেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘আবুল কাহের শামীমের বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের সাথে আমরা আছি। পুলিশ বাসা ঘিরে রেখে আমাদের অবরুদ্ধ করে রেখেছে।
তিনি বলেন, ‘ডা: শাহরিয়ার ও কয়েস লোদীসহ ছয়জনকে কাহের শামীমের বাসার সামনে থেকে আটক করেছে পুলিশ। এ ছাড়া, উপশহর রোজভিউ হোটেলের সামনে থেকে ছাত্রদলের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।’
জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশের জন্য আমরা বৈঠক করছিলাম। কিন্তু পুলিশ এসে আমাদের নেতাকর্মীদের হয়রানি করছে, আমার বাসার সামনে থেকে এবং বিভিন্ন স্থান থেকে ২০-২৫ জন নেতাকর্মীকে আটক করেছে।’
তিনি বলেন, ‘সমাবেশের প্রচারে পুলিশ বাধা দিচ্ছে। আমাদের মাইক নিয়ে গেছে তারা। আমরা পুলিশের এ ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’


আরো সংবাদ



premium cement
বিখ্যাত চালকবিহীনবিমানের আবিষ্কারক কটিয়াদীতে আসছেন গাজার গণকবরের ‘বিশ্বাসযোগ্য ও স্বাধীন’ তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা পেকুয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ তড়িঘড়ি ও জোরপূর্বক একীভূতকরণ ব্যাংকিং খাতে অব্যাহত দায়মুক্তির নতুন মুখোশ : টিআইবি লেবাননে ইসরাইলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত জিম্বাবুয়ে সিরিজের জন্য ক্যাম্পে ডাক পেলেন ১৭ ক্রিকেটার, নেই সাকিব-মোস্তাফিজ উত্তর গাজায় আবারো ইসরাইলের গোলাবর্ষণ ধামরাইয়ে তাপদাহে জনজীবন কাহিল, ডায়রিয়াসহ জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ মিয়ানমার থেকে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশী কেএনএফ সংশ্লিষ্টতা : ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৭

সকল