১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

ঐক্যফ্রন্টের সমন্বয়ক মনিরুল হক

গণফোরামের কার্যালয় অস্থায়ী কার্যালয়
-

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সমন্বয়ক করা হয়েছে।
গতকাল মতিঝিলে গণফোরামের কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, সমন্বয়ক স্থায়ী নয়, ১৫ দিন অন্তর সমন্বয়ক পরিবর্তন হবে। ঐক্যফ্রন্টেরই অন্য শরিক দল থেকে সমন্বয়ক করা হবে। গণফোরামের কার্যালয়কে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় হিসেবে ঘোষণা করে এখান থেকে ঐক্যফ্রন্টের সব কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সদস্য মোশতাক আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় মনিরুল হক চৌধুরীকে সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়। সিলেটের ২৪ অক্টোবর জনসভার কাজ সমন্বয় করার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মো: মনসুর আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে।
সভায় মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো অংশ নেন জগলুল হায়দার আফ্রিক, শহীদুল্লাহ কায়সার, হাবিবুর রহমান হাবিব, আ ও ম শফিক উল্লাহ, মমিনুল ইসলাম ও মোশতাক আহমেদ।


আরো সংবাদ



premium cement