২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
চাকায় ত্রুটি

কাতার এয়ারওয়েজের জরুরি অবতরণ

-

প্রায় ৩০০ যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ গতকাল সোমবার রাত পৌনে ১০টায় হজরত শাহজালাল রহ: আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
গতকাল রাত পৌনে ১২টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার আঞ্জু নয়া দিগন্তকে বলেন, আমরা রাত ৯টায় খবর পেয়েছি। ৯টা ১০ মিনিটের মধ্যে আমাদের ১১টি ইউনিট বিমানবন্দরে পৌঁছে যায়। রাত ৯টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের ফাইটটি নিরাপদে অবতরণ করে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের ফায়ার সার্ভিস সদস্যদের কিছুই করতে হয়নি। অবতরণের পর যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, কাতারের উদ্দেশে সোমবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ছেড়ে যায়। এরপর উড়োজাহাজের পেছনের দু’টি চাকায় ত্রুটি দেখা দেয়। ত্রুটি জানার পরই পাইলট বিমানবন্দর কর্তৃপরে সাথে যোগাযোগ করে জরুরি অবতরণ করার কথা জানান।


আরো সংবাদ



premium cement