২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

সমতার ভিত্তিতে বিশ্ব গড়তে আইপিইউ সদস্যদের প্রতি স্পিকারের আহ্বান

-

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সৃজনশীলতা ও প্রযুক্তির ইতিবাচক পরিবর্তনের েেত্র বিশ্বে সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংসদীয় কূটনীতি বৃদ্ধি করে অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে তাদের জনকল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সব সদস্য রাষ্ট্র একসাথে কাজ করলে জনগণের শান্তি ও উন্নয়ন নিশ্চিত হয়। তিনি সমতার ভিত্তিতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে আইপিইউ সদস্য রাষ্ট্রের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ১৩৯তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে ‘উদ্ভাবন ও প্রযুক্তিগত পরিবর্তনের যুগে শান্তি ও উন্নয়নে সংসদীয় নেতৃত্ব’ বিষয়ক এক জেনারেল ডিবেটে তিনি এ আহ্বান জানান। এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মো: আব্দুল কুদ্দুস এমপি, এ বি তাজুল ইসলাম এমপি, মমতাজ বেগম এমপি, মো: হাবিবে মিল্লাত এমপি, কে এইচ আজিজুল হক এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী এমপি, শামীম হায়দার পাটোয়ারী এমপি উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement