২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট

-

রাজনৈতিক দল হিসেবে ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নিবন্ধন না দেয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার
ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট করা হয়েছে। ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে এই রিট আবেদনটি দায়ের করা হয়।
গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এই রিট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেন।
এ বিষয়ে তিনি নয়া দিগন্তকে বলেন, আগামী রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট
ডিভিশন বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে।
রিটে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশকে রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্র্রেশন করার কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল
জারির আরজি জানানো হয়েছে। পাশাপাশি দলটির রেজিস্ট্রেশন না দিয়ে নির্বাচন কমিশনের গত ১১ জুনে দেয়া চিঠি কেন অবৈধ
ঘোষণা করা হবে না সে মর্মেও রুল চাওয়া হয়েছে।
রিট আবেদনে বলা হয়, ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশকে’ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদান, সে নিবন্ধন না দেয়া পর্যন্ত
একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement