২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঢাবিতে ছাত্রলীগের গেস্টরুমে মারধরের শিকার দুই শিক্ষার্থী

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিন্ন হলের দুই শিক্ষার্থীকে গেস্টরুমে নিয়ে সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মীরা মরধর করেছে। এ
ঘটনায় ভুক্তভোগীরা বিশ^বিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন এবং
স্যার এএফ রহমান হলে এই ঘটনা ঘটে।
মারধরের শিকার হাসান আল মানজুর হাজী মুহম্মদ মুহসীন হলের এবং নুরুল আফসার স্যার এফ রহমান হলের শিক্ষার্থী। তারা উভয়েই
বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথমবর্ষের ছাত্র। মারধরে অভিযুক্তরা হলেন মুহসীন হল শাখা ছাত্রলীগের কর্মী
শাহ ইবনে সোয়াদ ও এফ রহমান হল শাখা ছাত্রলীগের কর্মী মোহাম্মদ রাকিব। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ
সম্পাদক সাদ্দাম হোসাইনের অনুসারী।
হাসান আল মানজুর জানান, গতকাল দুপুরে ছাত্রলীগের প্রোগ্রাম শেষে হলে ফিরলে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের দ্বিতীয়
বর্ষের শিার্থী শাহ ইবনে সোয়াদ তাকে ফোন করেন। কিন্তু সে ওয়াশরুমে থাকায় ফোন রিসিভ করতে পারেনি। পরে শাহ ইবনে সোয়াদ
প্তি হয়ে তার রুমে এসে তাকে গালিগালাজ করে এবং তৎণাৎ হল থেকে বের হয়ে যেতে বলে। কিন্তু বের না হয়ে গিয়ে হলে অবস্থান
করায় রাতে সোয়াদ তাকে গেস্টরুমে ডেকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং হল থেকে বেরিয়ে যেতে চাপ দেয়। একপর্যায়ে
স্ট্যাম্প নিয়ে তেড়ে আসে এবং চড়-থাপ্পড় মারতে থাকে।
এ বিষয়ে হলের প্রাধ্য ড. নিজামুল হক ভূইয়া সাংবাদিকদের জানান, আমরা ঘটনার তদন্তে হাউজ টিউটরদের সমন্বয়ে তিন সদস্যের
কমিটি গঠন করেছি। কমিটির আহ্বায়ক মোহাম্মদ আইনুল ইসলাম, অন্য দু’জন সদস্য হলেন ইমাউল হক সরকার ও এ কে এম
ইফতেখারুল ইসলাম। তদন্ত কমিটির প্রতিবেদন সাপেে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ নেবো।
এ দিকে, মারধরের ঘটনা জানাজানি হওয়ায় মুহসীন হল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ মারধরকারী শাহ ইবনে সোয়াদকে হল থেকে বের
করে দেয়।
অপর দিকে ফেসবুকে গণরুম নিয়ে একটি সংবাদের লিংক শেয়ার করায় মারধরের শিকার হন এএফ রহমান হলের নুরুল আফসার।
আফসার জানান, এ ঘটনায় রাগান্বিত হয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিার্থী মোহাম্মদ রাকিব তাকে গেস্টরুমে ডাকেন। কিন্তু
যেতে দেরি হওয়ায় রাকিব প্রথমবর্ষের কয়েকজন শিার্থীকে দিয়ে তাকে জোর করে গেস্টরুমে নিয়ে আসতে বলেন। এ সময় লাঠি দিয়ে
তার বুকে আঘাত করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর।
তবে মারধরের বিষয়টি অস্বীকার করেন রাকিব। তিনি বলেন, সে সিনিয়রদের সালাম না দেয়ায় তাকে বকাঝকা করা হয়েছিল, মারধর
করা হয়নি। আমি তাকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিয়েছি।
এ বিষয়ে সংশ্লিষ্ট হল প্রাধ্য অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম খান জানান, আমি ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। হাউজ টিউটরদের
সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করব।
ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, আমরা ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ
করব। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও আমরা অবহিত করেছি। আমাদের অবস্থান পরিষ্কার। বিশ্ববিদ্যালয়ে কেউ কাউকে মারার
অধিকার রাখে না।
এ দিকে বৃহস্পতিবার দুপুরে মারধরের শিকার ওই দুই শিার্থী প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ
কে এম গোলাম রব্বানী জানান, আমি অভিযোগপত্র পেয়েছি। ঘটনা যেহেতু হলে ঘটেছে তাই হল কর্তৃপরে মাধ্যম তদন্ত কমিটি করা
হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে ঘটনার বিচার করা হবে।


আরো সংবাদ



premium cement
আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত

সকল