২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

চলতি মেয়াদেই শ্রীলঙ্কার সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি হবে : তোফায়েল

-

শ্রীলঙ্কার সাথে সরকারের চলতি মেয়াদেই মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, আশা করছি শুধু পণ্য নয়, সেবা এবং বিনিয়োগের বিষয় অন্তর্ভুক্ত করে সমন্বিত এফটিএ স্বার সরকারের চলতি মেয়াদেই করতে পারব। গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকে শ্রীলঙ্কার উন্নয়ন কৌশল ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মালিক সামারিক্রমরার নেতৃত্বে সফররত ৯ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
এদিকে সফররত শ্রীলঙ্কার প্রতিনিধিদলটি গতকাল বিজিএমইএ নেতৃবৃন্দের সাথে বিজিএমইএ অফিসে পৃথক আলোচনা সভায় মিলিত হয়। বিজিএমইএ সভাপতি মো: সিদ্দিকুর রহমান শ্রীলঙ্কার উন্নয়ন কৌশল ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী মালিক সামারিক্রমরাকে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এফবিসিসিআই সভাপতি মো: সফিউল ইসলাম (মহিউদ্দিন), বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান (কচি), পরিচালক আশিকুর রহমান (তুহিন), শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও প্রতিনিধিদলের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement