২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

এরশাদ সিঙ্গাপুর গেছেন

-

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুর গেছেন। গতকাল সকাল সাড়ে ৮টায় বিজি-৮৪ বিমানযোগে মেডিক্যাল চেকআপের জন্য পাঁচ দিনের সফরে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে হজরত শাহজালাল র: আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সাবেক রাষ্ট্রপতির সফর সঙ্গী হিসেবে রয়েছেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি এবং মেজর (অব:) মো: খালেদ আখতার। তিনি ২৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
সাবেক রাষ্ট্রপতি এরশাদকে বিদায় জানাতে হজরত শাহজালাল র: আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, মো: আবুল কাশেম, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, আলহাজ সাহিদুর রহমান টেপা, শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, রতনা আমিন হাওলাদার এমপি, ব্যারিস্টার দিলারা খন্দকার, চেয়ারম্যানের উপদেষ্টা জাফর ইকবাল সিদ্দিকী, এম এ কুদ্দুস খান, ভাইস চেয়ারম্যান, মাহজাবীন মোরশেদ এমপি, অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, ফখরুজ্জামান জাহাঙ্গীর, নূরুল ইসলাম নূরু, সরদার শাহজাহান, আলহাজ শওকত চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী, ইয়াহইয়া চৌধুরী এমপি, আলহাজ শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় নেতা জামাল রানা, মিল্টন মোল্লা, লে. কর্নেল (অব:) শাব্বীর আহমেদ, অ্যাডভোকেট আলতাফ হোসেন এমপি, পীর ফজলুর রহমান এমপি, সোলায়মান সামি, রেজাউর রাজা স্বপন চৌধুরী, পনির উদ্দিন আহমেদ, সাজ্জাদ পারভেজ প্রমুখ।


আরো সংবাদ



premium cement