২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ঢাবির দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ : পাল্টাপাল্টি অভিযোগ

-

বাইকের সাথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঢাকা বিশ^বিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী এবং ভূগোলের অন্তত চার শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেছেন। মঙ্গলবার দুপুরে বিশ^বিদ্যালয়ের মোকাররম ভবন এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিশ^বিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, উভয় বিভাগের শিক্ষক ও ঢাবি ছাত্রলীগের শীর্ষ নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ভূগোল ও পরিবেশ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, তাদের বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তনিম শাওন বাইক চালিয়ে যাওয়ার সময় আইন বিভাগের এক শিক্ষার্থীর সাথে ধাক্কা লাগে। এ নিয়ে এই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আইন বিভাগের ১৫ জনের মতো শিক্ষার্থী এক হয়ে তাকে মারধর করে। তনিমের চিৎকার শুনে তাদের বিভাগের চারজন ঘটনাস্থলে এলে তাদেরকেও মারধর করা হয়। তবে তারা আইন বিভাগের কাউকে মারধর করেননি বলে দাবি করেছেন।
অন্য দিকে আইন বিভাগের শিক্ষার্থীদের দাবি, বাইকের সাথে ধাক্কা লাগার কিছুক্ষণ পরে আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন মুক্তিসহ বিভাগটির সাতজন শিক্ষার্থী মোকাররম ভবন এলাকায় দাঁড়িয়ে গল্প করছিল। এ সময় ভূগোল ও পরিবেশ বিভাগের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী আহত হয়। আহতরা হলেনÑ সরোয়ার কামাল, সাখাওয়াত হোসেন মুক্তি, শুভ আহসান, শাহনেওয়াজ সাকিব ও মাহফুজ আলম। এদের সবাই আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ঘটনা জানতে পেরে আমরা তাৎক্ষণিকভাবে তিনজন সহকারী প্রক্টরসহ প্রক্টরিয়াল টিমের সদস্যদের পাঠিয়েছি। তারা পরিস্থিতি শান্ত করেন। এ বিষয়ে ইতোমধ্যে আমাদের ভিসি ও উভয় বিভাগের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। তারাও সমঝোতার চেষ্টা করছেন। বিষয়টি তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল