২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নিউ ইয়র্কে রোহিঙ্গাদের নিয়ে সাংবাদিক সানাউল হকের এককচিত্র প্রদর্শনী

-

রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ের দৃশ্যগুলো বিশ্বময় ছড়িয়ে দিতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এককচিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন নিউ এইজের সাবেক প্রধান ফটোগ্রাফার সানাউল হক। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ প্রদর্শনী। ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত নিউ ইয়র্ক স্টেটের কাউন্সিলর ওমেন ক্যাটরিনা ক্রোজ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ চিত্র প্রদর্শনীর উদ্ধোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড রোহিঙ্গা অরগানাইজেশনের প্রেসিডেন্ট মুহাম্মদ ইউসুফ, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবু জাফর মাহমুদ, সাউথ এশিয়ান সলিডারিটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইমরান আনসারী, ভয়েস অব আমেরিকার সাংবাদিক আকবর হায়দার, ফটোসাংবাদিক নিহার সিদ্দিকী প্রমুখ।
ক্যাটরিনা ক্রোজ এ সময় বলেন, এ মানবিক বিপর্যয়ের বিষয়টি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা যারা যুক্তরাষ্ট্রে রাজনীতি করি তাদের মধ্যে বিষয়টি ছড়িয়ে দিতে হবে। যুক্তরাষ্ট্রকে এ জনগোষ্ঠীকে রক্ষায় আরো সম্পৃক্ত হতে হবে। তিনি আরো জানান, সানাউল হক এ চিত্র প্রদর্শনীর মাধ্যমে শুধু সাংবাদিকতাই করেননি। তিনি মানবতার পক্ষে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন।


আরো সংবাদ



premium cement