১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নির্বাচিত সরকার বিলুপ্ত করার প্রশ্নই ওঠে না : তোফায়েল

-

আগামী নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচিত মতাসীন সরকার মতায় থাকবে। নির্বাচন কমিশন থেকে নির্ধারিত তারিখেই নির্বাচন হবে। কেউ এখানে বিশৃঙ্খলার চেষ্টা করলে রুখে দেয়া হবে। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচিত সরকার বিলুপ্ত করার কোনো প্রশ্নই ওঠে না।
গতকাল রাজধনীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুরগামী এক সম্প্রীতি নৌ-বিহারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী এবং বিশ্ব শান্তি দিবস উপলে আন্তঃধর্মীয় সম্প্রীতি সৃষ্টির মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ল্য সামনে রেখে ইউনাইটেড রিলিজিয়ন ইনিশিয়েটিভ বাংলাদেশ বিদ্যাসাগর সোসাইটি সিসি ও ইন্টার রিলিজিয়ন হারমোনি সোসাইটি সিসির যৌথ উদ্যোগে বুড়িগঙ্গা থেকে চাঁদপুর পর্যন্ত এই নৌবিহারের আয়োজন করা হয়।
তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল। বাংলাদেশকে স্বাধীন করা এবং বাংলাদেশকে ুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় রূপান্তরিত করা। তিনি স্বাধীনতা এনে দিয়েছেন। তার প্রথম স্বপ্ন তিনি পূরণ করেছেন। আরেকটি স্বপ্ন যখন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছিলেন তখনই বুলেটের আঘাতে সপরিবারে জাতির জনককে হত্যা করা হয়।
বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট শিাবিদ, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের অংশগ্রহণে এম ভি বাঙালি জাহাজে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বঙ্গবন্ধুর স্বপ্ন: আন্তঃধর্মীয় সম্প্রীতির মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা শীর্ষক আলোচনা সভা। আলোচকদের মধ্যে ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো, ঢাবির অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক মহাহিসাব নিরীক মাসুদ রোজারিও, ইন্টার রিলিজিয়ন হারমোনি সোসাইটির চেয়ারম্যান মিঞা মুজিবুর রহমান, গুরুদুয়ারা নানকশাহীর গ্রন্থী যশোবন্ত সিং, কোরআন রিচার্স ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা: মতিয়ার রহমান, বাংলাদেশ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অধ্যাপক ডা: ফখরুল ইসলাম, বাংলাদেশ নারী লেখক সোসাইটির সভাপতি গুলশান আরা হেনা।
ভারতের বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের থিওসফিক্যাল সোসাইটির ন্যাশনাল কো-অর্ডিনেটর শ্রী বীরেন্দ্রলাল ভট্টাচার্য্য, যাদবপুর ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক পবিত্র সরকার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সত্যনারায়ণ চক্রবর্তী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রহাদ রায়, কথাসাহিত্যিক ও অনুবাদক অলোককুমার বসু, কলকাতার বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি হেমেন্দু বিকাশ চৌধুরী, কবি ও শিাবিদ ড. অভিজিৎ ঘোষ, কলকাতা দূরদর্শনের সঞ্চালক উজ্জ্বল ভট্টাচার্য্য, চিত্রপরিচালক অমলেশ দাশগুপ্ত, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক শ্রী রতনকুমার নন্দী, কলকাতার নতুন গতির সম্পাদক এমদাদুল হক নূর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দে ও বিদ্যাসাগর চর্চা কেন্দ্রের সম্পাদক মধুশ্রী চৌধুরী।


আরো সংবাদ



premium cement
সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার

সকল