২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কালীগঞ্জে জাপার গাড়িবহরে হামলা : আহত ২৫

-

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খানের গাড়িবহরে শনিবার সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন।
জাপা নেতাকর্মী ও আহতরা জানান, জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য আজম খান দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ একটি গাড়িবহর নিয়ে পলাশ উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি সিরাজ উদ্দিনের কবর জিয়ারত করার উদ্দেশ্যে শনিবার সকালে কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের বেরুয়া থেকে পলাশ যাচ্ছিলেন। পথে তারা টঙ্গী-ঘোড়াশাল সড়কের শহীদ ময়েজউদ্দিন সেতুর পশ্চিম পাশে পৌঁছান। এ সময় ২৫-৩০টি মোটরসাইকেলে প্রায় অর্ধশত যুবক রড, লাঠি, দা চাপাতিসহ অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে এসে জাতীয় পার্টির গাড়িবহরে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি মারধরে আবদুল করিম, শাহ আলম, কাজী নোমান, আতাউর রহমান আকন্দ, মুঞ্জুর হোসেন, আল আমিন, রাব্বি ভূঁইয়া, সঞ্জয় দেব, আনোয়ার আলী, হুমায়ুন কবির, ওসমান মিয়া, সোলাইমান, আক্তার হোসেন, দেলোয়ার হোসেনসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় হামলাকারী যুবকেরা বহরের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও কিনিকে প্রেরণ করেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে কালীগঞ্জ উপজেলা ও পলাশের ঘোড়াশাল পৌর জাপার যৌথ উদ্যোগে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনÑ আবু সাঈদ স্বপন, জিয়াউর রহমান জয়, কালীগঞ্জ উপজেলা সভাপতি রাহেলা পারভীন শিশির ও সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পলাশ উপজেলা জাপার সভাপতি জাকির হোসেন মৃধা, পৌর জাপার সভাপতি মো: নিজাম উদ্দিন, শরাফত আলী প্রমুখ।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি জানান, হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এমনকি কোনো আলামতও পাওয়া যায়নি। এ ছাড়াও বিকেল পর্যন্ত এ ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ নিয়ে আসেন নি।


আরো সংবাদ



premium cement