২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ডিজিটাল নিরাপত্তা আইন পাসের বিরুদ্ধে খুলনায় সাংবাদিকদের বিক্ষোভ

-

ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিবাদে গতকাল খুলনা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা। সমাবেশে বক্তারা বলেন, একটি ভয়াবহ কালো আইন পাস করেছে সরকার। এ আইনের প্রত্যেকটি লাইনে লাইনে রয়েছে বাকস্বাধীনতা হরণের নির্দেশনা। দেশের সংবিধান পরিপন্থী এ আইন এক দিকে যেমন মুক্ত সংবাদমাধ্যম স্বাধীনতা হারাবে, অন্য দিকে দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে না।
তারা আরো বলেন, দেশের সব কালো আইনের জন্মদাতা আওয়ামী লীগ। ১৯৭৫ সালেও আওয়ামী লীগ সরকার সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে চারটি সংবাদপত্র রেখে বাকি সব বন্ধ করে দিয়েছিল। এবার ডিজিটাল নিরাপত্তা আইনের নামে যে কালো আইন পাস করেছে, তা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এ আইনের নামে সরকার সত্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সমাবেশে দৈনিক আমার দেশ, ইসলামী টিভি, দিগন্ত টিভিসহ বন্ধ গণমাধ্যম খুলে দেয়ারও দাবি জানানো হয়।
এমইউজে সভাপতি মো: আনিসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। বক্তব্য দেন বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য ও এমইউজে খুলনার সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সম্মিলিত পেশাজীবী পরিষদ খুলনার সদস্যসচিব ডা: সেখ মোহাম্মদ আখতার উজ জামান, মহানগর মহিলা দলের সভানেত্রী অধ্যক্ষ সৈয়দা রেহানা, এমইউজে খুলনার সাবেক সহসভাপতি আবদুল খালেক আজীজী ও মো: রাশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, কোষাধ্যক্ষ আবদুর রাজ্জাক রানা, দৈনিক প্রবাহের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান, মানবাধিকারকর্মী জি এম রাসেল ইসলাম, খুলনা জেলা যুবদলের সহদফতর সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সদর থানা যুবদলের নেতা শফিকুল ইসলাম শাহিদ প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement