২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সেনাবাহিনী প্রধানের রোহিঙ্গা ক্যাম্প ও খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

-

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া উপজেলার ‘বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্প’ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলপূর্বক বাস্তচ্যুত মিয়ানমারের নাগরিকদের খোঁজখবর নেন ও ক্যাম্প এলাকা ঘুরে দেখেন। পরে তিনি তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ ছাড়াও সেনাবাহিনী প্রধান কক্সবাজার এরিয়া পরিদর্শনকালে গত বুধবার কক্সবাজার জেলার খুরুশকুল এলাকায় নির্মাণাধীন বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণাধীন প্রকল্পটি ঘুরে দেখেন এবং প্রকল্প কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
উল্লেখ্য, ২৭ মার্চ ২০১৭ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীকে এই প্রকল্পের দায়িত্ব প্রদান করা হয়। এ প্রকল্পের আওতায় ‘শেখ হাসিনা টাওয়ার’ নামে একটি ১০তলা ভবন এবং ১৩৯টি ৫তলা ভবন নির্মাণ করা হবে। আবাসন সুবিধা ছাড়াও এই প্রকল্পের আওতায় স্কুল, মসজিদ, মন্দির নির্মিত হবে। আইএসপিআর।

 


আরো সংবাদ



premium cement