১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বাকৃবি ভিসিকে বাসভবনে অবরুদ্ধ করে বিােভ

-

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসি ও প্রোভিসির সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দুই কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ দফতরে তালা দিয়ে সড়ক অবরোধ করে ভিসির বাসভবনের সামনে বিােভ করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। এ দিকে প্রশাসনিক ভবনসহ অন্যান্য দফতরে তালা দেয়ায় প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে পড়েছে।
জানা গেছে, গত সোমবার দুপুর সাড়ে ১২টায় কোনো অনুমতি ছাড়া প্রায় ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী ভিসির কার্যালয়ে প্রবেশ করে ভিসিকে গালি দিতে থাকেন। এ সময় প্রোভিসি প্রফেসর ড. মো: জসিমউদ্দিন খান অফিসারদের সবাইকে হট্টগোল না করে সভাপতি ও সাধারণ সম্পাদককে কথা বলতে ও আলোচনায় বসার কথা বলেন। এতে প্তি হয়ে ভিসি, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টর, ডিন কাউন্সিলের আহ্বায়ক, ছাত্রবিষয়ক উপদেষ্টার (ভারপ্রাপ্ত) সামনেই অফিসাররা প্রোভিসির দিকে তেড়ে যান।
এর জেরে গত বুধবার দুইজনকে সাময়িক বরখাস্ত ও ছয়জনকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাময়িক বরখাস্তকৃতরা হলেন- শিাবিষয়ক শাখার কর্মচারী এবং তৃতীয় শ্রেণীর সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন ও কর্মকর্তা পরিষদের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান টিটু। এ ছাড়া বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল বাসার আমজাদ, ডেপুটি লাইব্রেরিয়ান মো: খাইরুল আলম নান্নু, মো: আবদুল বাতেন, ক্রীড়া প্রশিণ বিভাগের মোহাম্মদ মোস্তাইন কবীর সোহেল, সংস্থাপন শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আশিকুল আলম বাচ্চু ও খামার ব্যবস্থাপনা শাখার অ্যাডিশনাল রেজিস্ট্রার ড. মো: হেলাল উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ দেয় প্রশাসন।
অফিসার পরিষদের সভাপতি মো: আরীফ জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান আলমগীর বলেন, আমাদের যৌক্তিক দাবি মানা না হলে আগামী রোববার থেকে ভিসি- প্রোভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চলবে।
ভিসি প্রফেসর ড. মো: আলী আকবর বলেন, বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের সাথে আলোচনা চলছে। আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement
নেতানিয়াহুসহ ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আইসিসি! ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইসফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

সকল