২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

পল্টনে কুকুরের কামড়ে স্কুলছাত্র আহত

-

রাজধানীর পুরানা পল্টন রবিন ভবনসংলগ্ন মজুমদার ভবন কর্তৃপক্ষের পালিত কুকুরের কামড়ে এক স্কুলছাত্র আহত হয়েছে। গতকাল সন্ধ্যায় শিশু তানভির পল্টন হাউজিংয়ের বাসা থেকে বের হয়ে রবিন ভবনের সামনে যাওয়ার পর ওই মজুমদার ভবনের পালিত কুকুরটি তাকে ধাওয়া করে। শিশুটি দৌড় দেয়ার চেষ্টা করলে কুকুরটি তার পেছনে কামড় দেয়। এতে শিশু তানভির আহমেদ আহত হয়েছে। ভবনের নিরাপত্তাপ্রহরীরা পালিত কুকুরটিকে রাস্তায় ছেড়ে দিয়ে ঠাট্টা করার সময় এই ঘটনা ঘটে। এর আগে ভবন কর্তৃপক্ষের পালিত কুকুরটি আরো কয়েকজনকে আক্রমণ করেছে। এর মধ্যে শিশু থেকে শুরু করে গৃহবধূ ও গাড়িচালক রয়েছেন। সিকিউরিটি সুপারভাইজারকে বারবার স্থানীয় বাসিন্দারা অনুরোধ করার পরও তিনি কারো কথা শোনেননি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। বিষয়টি পল্টন থানা পুলিশ ও মতিঝিল জোনের পুলিশের ডিসি আনোয়ার হোসেনকে জানানো হয়েছে।
আক্রান্ত শিশু তানভির আহমেদ পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করে। শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাড়ির মালিক মাইনুল হক মজুমদার কুকুরটি লালন পালন করেন। কুকুর পালন করার জন্য একজন কর্মচারীও রয়েছে। সে প্রায় সময় কুকুর ছেড়ে দেয়। ঘটনার পর থেকে পল্টনে কুকুর আতঙ্ক বিরাজ করছে। পল্টন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নিরাপত্তাপ্রহরীকে আটক করা হয়েছে।


আরো সংবাদ



premium cement