১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দফতরিদের চাকরি জাতীয়করণের দাবি

-

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দফতরি কাম প্রহরীদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটি। গতকাল রাজধানীর সিপিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সোসাইটির সভাপতি মো: গোলাম হোসেন। সংগঠনের নেতা মামুনুর রশিদ ভূঁইয়া, হারেছ খান, সাইফুল ইসলাম, রশিদুল ইসলাম, ওমর ফারুক, জাকির হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবিতে বেশ কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে : ডিউটির সময় ২৪ ঘণ্টা থেকে কমিয়ে ৮ ঘণ্টা করা, কাজের নীতিমালা তৈরি করা, বিভিন্ন ভাতা চালু করা ও পদোন্নতির ব্যবস্থা করা। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছেÑ কর্মবিরতি পালন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।

 


আরো সংবাদ



premium cement