১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

আসামে ৪০ লাখ বাংলাভাষীর নাগরিকত্ব হরণের চক্রান্ত রুখে দিতে হবে : ইসলামী আন্দোলন

-

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ভারতের মোদি সরকার সে দেশের আসামে বসবাসকারী ৪০ লাখ বাংলা ভাষাভাষী বিশেষ করে মুসলমানদের নাগরিকত্ব বাতিল ও বিতাড়নের চক্রান্ত করছে। এ ধরনের সিদ্ধান্ত অমানবিক ও আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। এরূপ চক্রান্ত কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটা চরম অমানিবক ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে মোদি সরকারের মুসলিমবিদ্বেষী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement