২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাজপেয়ির মৃত্যুতে বিএনপির শোক

-

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়Ñ অটল বিহারি বাজপেয়ি শুধু ভারতেই নয়, তিনি ছিলেন উপ-মহাদেশের একজন খ্যাতিমান রাজনীতিবিদ। জীবনের সুদীর্ঘ দিন নিষ্ঠা, একাগ্রতা ও কর্তব্যবোধের দ্বারা তিলে তিলে নিজেকে ভারতের জাতীয় রাজনীতির অগ্রগণ্য নেতৃত্বে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক। রাষ্ট্রীয় নানা গুরুদায়িত্ব পালনকালে তিনি প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আদান-প্রদানের তিনি সবসময় গুরুত্বারোপ করতেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তিনি ছিলেন অগ্রপথিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার ছিল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। অটল বিহারি বাজপেয়ির মৃত্যুতে উপ-মহাদেশে রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো। বাংলাদেশের মানুষের মনে তিনি চিরস¥রণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে শোকার্ত পরিবার, নিকটজন ও শুভানুধ্যায়ী ও ভারতীয়দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভারতের সাবেক প্রধানমন্ত্রী, অটল বিহারি বাজপেয়ির পরলোকগমনে শোক প্রকাশ করেন।


আরো সংবাদ



premium cement