২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সেলুন কর্মচারীকে এসিড নিক্ষেপ মাদকসেবীর

-

রাজধানীর মিরপুরে মাদক সেবনে বাধা দেয়ায় এবং মাদকসেবীকে পুলিশে ধরিয়ে দেয়ায় পারভেজ নামের এক সেলুন কর্মচারীকে এসিড দিয়ে ঝলসে দিয়েছে মাদক কারবারির সহযোগী। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এসিডে দগ্ধ পারভেজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার মুখ ও বুকসহ ১২ শতাংশ শরীর পুড়ে গেছে।
পারভেজ জানান, তারা মিরপুর-১১ নম্বর সেকশনের মিল্লাত ক্যাম্পে থাকেন। কালসীর একটি সেলুনে তিনি কাজ করেন। ক্যাম্প এলাকায় সুনীল নামের এক ব্যক্তি মাদক কারবার করে। মাস খানেক আগে সুনীলের সহযোগী জনিকে পুলিশে ধরিয়ে দেয়া হয়। কিন্তু এক দিন পরেই ছাড়া পেয়ে যায় জনি। পারভেজ বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় ৭ নম্বর লাইনের মাথায় সাহেব নামে একটি সেলুনের সামনে বসে ছিলেন তিনি। তখনই জনি এক বোতল এসিড তাকে ছুড়ে মারে। এতে তার মুখমণ্ডল ও বুক ঝলসে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করায়।


আরো সংবাদ



premium cement