১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

গাজীপুরে স্থগিত আটটি কেন্দ্রের পুনঃ ভোট গ্রহণ আজ

-

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের স্থগিত আটটি ভোটকেন্দ্রে আজ বৃহস্পতিবার পুনঃ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ওই আটটি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২০ হাজার ৭৫৮ জন। ভোটগ্রহণ উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে। ব্যালট পেপারসহ নির্বাচনসামগ্রী সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো: তারিফুজ্জামান জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ গত ২৬ জুন অনুষ্ঠিত হয়। এ সিটি করপোরেশনের মোট ৫৭টি সাধারণ ওয়ার্ডের (৯টি সংরক্ষিত ওয়ার্ড) ৪২৫টি ভোটকেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণকালে বিভিন্ন অনিয়মের কারণে সাতটি সাধারণ ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন ওইসব ভোটকেন্দ্রগুলোর সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারেরা।
নির্বাচন কমিশন সূত্র জানায়, পরে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিধিমালা ২০১০-এর বিধি ৩৭-এর উপবিধি (৩) অনুসারে বন্ধ ঘোষিত ৯টি কেন্দ্রের মধ্যে আটটি কেন্দ্রের পুনঃ ভোটগ্রহণ ১৯ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা দেয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। স্থগিত হওয়া ওই আটটি কেন্দ্রে মোট ভোটার ২০ হাজার ৭৫৮ জন। স্থগিত এসব কেন্দ্রের ভোটার সংখ্যা এগিয়ে থাকা প্রার্থীর ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের পার্থক্যের চেয়ে বেশি হওয়ায় পাঁচটি সাধারণ ওয়ার্ডের (ওয়ার্ড নম্বর- ৩৭, ৪২, ৪৮, ৫১ ও ৫৩) সাতটি কেন্দ্রের প্রতিটিতে সাধারণ আসনের কাউন্সিলর পদে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একই কারণে একই দিন ৯ নম্বর সংরক্ষিত আসনের ওয়ার্ডের (কেন্দ্র নং ১৬৬) কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৭ নং ওয়ার্ডে কুনিয়া হাজী আ: লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়-১ ও ২ (কেন্দ্র নং- ২৪৩ ও ২৪৪), ৪২ নং ওয়ার্ডে বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় পূবাইল (কেন্দ্র নং-২৭৪), ৪৮নং ওয়ার্ডে জাহান পাবলিক দত্তপাড়া, টঙ্গী (পুরুষ কেন্দ্র) (কেন্দ্র নং-৩৪২), ৫১ নং ওয়ার্ডে খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয় ১ ও ২ (পুরুষ কেন্দ্র) (কেন্দ্র নং-৩৭২ ও ৩৭৩) এবং ৫৩ নং ওয়ার্ডে হাজী পিয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ কেন্দ্র) (কেন্দ্র নং-৩৮১) কেন্দ্রে পুনঃ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন সংরক্ষিত আসনের ৯ নম্বর ওয়ার্ডের (সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ২৬) মদিনাতুল উলুম সিনিয়র মাদরাসা-১ মহিলা কেন্দ্র (কেন্দ্র নং-১৬৬) সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৪৩ নং কেন্দ্রে ভোটার ৩৩০২(পু), ২৪৪ নং কেন্দ্রে ৩৩২৭(পু), ২৭৪ নং কেন্দ্রে ১৮০৩(পু), ৩৪২ নং কেন্দ্রে ২০০৩(পু), ৩৭২ নং কেন্দ্রে ২৬১৬ (পু), ৩৭৩ নং কেন্দ্রে ২৭৫১(পু), ৩৮১ নং কেন্দ্রে ২৪০৩(পু) এবং ১৬৬ নং কেন্দ্রে ২৫৫২(ম) জন ভোটার রয়েছেন।

 


আরো সংবাদ



premium cement
ফরিদপুরে দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত বাবা-মেয়ে দিরাইয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের পাঠ্যক্রম গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির বগুড়ায় পুলিশ পরিচয়ে ট্রাকভর্তি কলা ছিনতাই : গ্রেফতার ৪ ওয়ালটনের আদর্শ ও নীতিমালার পরিপন্থী নাটক প্রচার করায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল স্নান করতে গিয়ে দূর্গাসাগর দীঘিতে ডুবে একজনের মৃত্যু ঢাকা-দিল্লি সম্পর্ককে লালন করে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে : শ্রিংলা মানবতার কল্যাণে জীবন বাজি রেখে আন্দোলনে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ ফিট তামিমকে যেকোনো ফরম্যাটের দলে চান বাংলাদেশ অধিনায়ক বিকেবি ও রাকাব একীভূতকরণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সকল