৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫
`

পাহাড়ি অঞ্চলের রকমারি কৃষিকে গুরুত্ব দিয়ে কৃষিশুমারির পথচলা

-

পাহাড়ি অঞ্চলের রকমারি কৃষিকে গুরুত্ব দিয়ে পথচলা শুরু করল মাঠপর্যায়ে কৃষি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) শুমারি-২০১৮-এর কার্যক্রম। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ২৫টি উপজেলায় কৃষি ফসলের শুমারি শুরু হয়েছে। এসব অঞ্চলে নানাজাতের ধান, কুমড়া, মারফা, অড়হর, শিম, শসা, করলা, ঢেঁড়স, তিল, কাঁঠাল, ভুট্টা, আদা, যব, তুলা, হলুদ, পাহাড়ি আলু, শাবাং (এক ধরনের সবজি), জুমিয়া কচু, বিভিন্ন ফসলের শুমারি হচ্ছে।
গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কৃষি শুমারির মাঠপর্যায়ের কাজ শুরু করেছে। মাঠপর্যায়ে কাজকে এগিয়ে নিতে রাঙ্গামাটিতে প্রথম অবহিতকরণ সভা করেছে বিবিএস। জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রকল্প পরিচালক জাফর আহাম্মদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মনোরঞ্জন ধর, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
কৃষিশুমারি প্রসঙ্গে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি তথা সমগ্র দেশের আয়ের মূল চালিকাশক্তি হচ্ছে কৃষি। জিডিপিতে বর্তমানে (২০১৭-১৮) বৃহত্তর কৃষির সমন্বিত অবদান শতকরা ১৪.১ ভাগ এবং মোট শ্রমশক্তির শতকরা ৪০.৬ ভাগ কৃষিতে নিয়োজিত।
প্রকল্প পরিচালক বলেন, পাহাড়ি অঞ্চলকে গুরুত্ব দিয়েই মাঠপর্যায়ে কৃষি শুমারির কাজ শুরু হয়েছে। আমাদের অনেকের ধারণা ছিল কৃষি মানেই সমতল, এখন এই কথার কোনো ভিত্তি নেই। এখন পাহাড়ে নানা ধরনের ফসল হচ্ছে।
কৃষিশুমারির মাধ্যমে কৃষি খানার সংখ্যা, খানার আকার, ভূমির ব্যবহার, কৃষির প্রকার, শস্যের ধরন, চাষপদ্ধতি, গবাদিপশু ও হাঁস-মুরগির সংখ্যা এবং কৃষি েেত্র নিয়োজিত জনবল সম্পর্কে তথ্য পাওয়া যায়। এ ধরনের তথ্য-উপাত্ত কৃষি েেত্রর উন্নয়ন কৌশল নির্ধারণ এবং অগ্রগতি পর্যবেণে বেঞ্চমার্ক তথ্য হিসেবে ব্যবহার করা হয়। ১৯৬০, ১৯৭৭, ১৯৮৩-৮৪, ১৯৯৬ ও ২০০৮ সালে মোট চার বার দেশে কৃষিশুমারি পরিচালনা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
দেশে এখন আ’লীগের জমিদারি প্রথা চলছে : রিজভী বাল্টিমোর ব্রিজের ধ্বংসাবশেষ সরানোর ‘কঠিন অভিযানে’ ৩টি ভাসমান ক্রেন ‘সরকার ভিন্নমত প্রকাশের সুযোগ দিচ্ছে না’ অভিযোগ ড. মঈন খানের গাজা উপত্যকায় বাফার জোন তৈরি করছে ইসরাইল চৌগাছায় নসিমনের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে লঙ্কানরা রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে বাধ্যতামূলক লোড শেডিং হচ্ছে ‘জানমালের কোরবানির মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে’ বাইডেনের সাথে এরদোগানের সাক্ষাত আগামী ৯ মে ইউরোপ ‘প্রাক-যুদ্ধ যুগে’ প্রবেশ করেছে : পোলিশ প্রধানমন্ত্রী

সকল