১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ভারতীয় নৌবাহিনীর সাথে সমন্বিত টহল দেবে বাংলাদেশ

-

বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনী সমন্বিত টহল দেবে। দুই দেশের নৌবাহিনীর প্রধানরা চট্টগ্রামে এই সমন্বিত টহল উদ্বোধন করবেন। এটি হবে দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রথম সমন্বিত নৌ-টহল (কর্পেট)।
ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লেনবা গতকাল সস্ত্রীক ঢাকা এসেছেন। তিনি তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
অ্যাডমিরাল সুনীল প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। ভারতীয় নৌবাহিনীর প্রধান মিরপুরে জাতীয় প্রতিরক্ষা কলেজে বক্তব্য রাখবেন এবং বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।
গত নভেম্বরে অ্যাডমিরাল সুনীল বাংলাদেশ সফর করেছিলেন। এ সময় তিনি বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ প্রশিক্ষণ পরিদর্শন করেন।


আরো সংবাদ



premium cement

সকল