২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শ্রীপুরে ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার

-

ঈদে শ্বশুরবাড়ি বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজের এক দিন পর সোমবার গাজীপুর শ্রীপুরের এক ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নজরুল ইসলাম (৪০)। তিনি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী (দেওচালা) গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। নজরুল বিভিন্ন এলাকা থেকে গাছ কিনে সেগুলো স্থানীয় এমসি বাজারে বিক্রি করতেন। নিহতের ভাতিজা জসীম উদ্দিন জানান, ঈদ উপলক্ষে গত শনিবার পরিবারের সদস্যদের নিয়ে পাশের লোহাই (ডোমবাড়িচালা) গ্রামে শ^শুরবাড়িতে বেড়াতে যান নজরুল। সেখানে নজরুল তার চাচাতো শ্যালক আলীম উদ্দিনের ছেলে মোক্তার হোসেনের কাছে পাওনা ৮০ হাজার টাকা চান। কিন্তু টাকা পরিশোধ না করায় মোক্তারের সাথে নজরুলের বাগি¦তণ্ডা হয়। বেড়ানো শেষে স্ত্রী সন্তানদের শ্বশুরবাড়িতে রেখে নজরুল তার শ্যালক মোক্তার হোসেনের সাথে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রাতে রওনা হন। কিন্তু নজরুল রাতে বাড়ি ফেরেনি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। স্বজনদের জিজ্ঞাসাবাদে মোক্তার জানান, রাতে নজরুলকে স্থানীয় এমসি বাজার এলাকায় পৌঁছে দিয়ে তিনি বাড়ি ফিরে যান। এ দিকে নিখোঁজের এক দিন পর সোমবার স্থানীয় মাজম আলী মোড়ে এমসি বাজার-শিশু পল্লী সড়কের পাশে বস্তাবন্দী নজরুলের লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দী ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
শ্রীপুর মডেল থানার এসআই মোহসীন হোসাইন জানান, ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ী নজরুলকে অন্য কোথাও শ^াসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তারা নিহতের লাশ চটের বস্তায় ভরে রাতের অন্ধকারে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়।


আরো সংবাদ



premium cement