২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

আশুলিয়ায় মাদরাসা প্রিন্সিপালের কোয়ার্টারে দুর্বৃত্তদের হামলা

-

রাজধানী লাগোয়া শিল্পাঞ্চল আশুলিয়ার দারুল ইসলাম ফাজিল মাদরাসার (সিন্দুরিয়া মাদরাসা) প্রিন্সিপালের কোয়ার্টারে একদল চিহ্নিত দুর্বৃত্ত হামলা চালিয়েছে। এ সময় তারা, আসবাবপত্র ভাঙচুরসহ প্রয়োজনীয় জিনিসপত্র হাতিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার বিকেল সাড়ে ৪টায় মাদরাসাটির বাউন্ডারির অভ্যন্তরে ঢুকে ওই চিহ্নিত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
এ ব্যাপারে গভর্নিং বডির সদস্য অভিযোগকারী আবদুল মজিদ বলেন, মাদরাসাটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর ১৯৮৪ সালে এমপিওভুক্ত করেন সরকার। বর্তমানে মাদরাসাটি ফাজিল (ডিগ্রি) মানে উন্নীত হয়েছে। মাদরাসার নামে দানকৃত জমিতে প্রতিষ্ঠিত বাউন্ডারি করে সীমানা নির্ধারিত রয়েছে। প্রায় ২০ বছর আগে মাদরাসাটির প্রিন্সিপালের বসবাসের জন্য একটি কোয়ার্টার নির্মাণ করা হয়। সেখানে কয়েকজন শিক্ষক থাকেন। রমজান ও ঈদ উপলক্ষে মাদরাসাটির কাস বন্ধ রয়েছে। কিছুদিন ধরে এলাকার কিছু ব্যক্তি মাদরাসার ২৪ শতাংশ জমিসহ উল্লিখিত কোয়ার্টারটি জবর দখলের চেষ্টা চালায়। গত সোমবার বিকেল সাড়ে ৪টায় পাশের লোকমান মোল্লা, রাসেল মোল্লা, আবদুর রহিম, আরশাদ আলী, শরীফ, আরিফ, কালাম, নাহিদ ও নয়নের নেতৃত্বে ১০-১২ জন অজ্ঞাত সবাই দা, লাঠি, ছোরা, হকিস্টিক, রামদা, চাপাতি, শাবলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে প্রবেশ করে কোয়ার্টারের তালা ভাঙচুর করে ভেতরে কক্ষে থাকা তিনটি ল্যাপটপ নিয়ে যায়, সেখানে থাকা শিক্ষকদের ব্যবহৃত কাপড়-চোপড় তছনছ করে কুরআন হাদিসের বই, লেপ তোশক বাইরে ফেলে দেয়।


আরো সংবাদ



premium cement