১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে সরকারকেই ভূমিকা নিতে হবে : ইশা ছাত্র আন্দোলন

-

শিক্ষা আমাদের একটি মৌলিক অধিকার। দেশের প্রতিটি নাগরিকের মৌলিক এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু রূঢ় বাস্তবতা হলো আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার সুষ্ঠু কোনো পরিবেশ নেই। ক্যাম্পাসগুলোতে শিক্ষক ও আবাসন সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। এই অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার গুণতমান ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে।
রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে গতকাল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান বিভাগীয় সম্পাদক সম্মেলন-২০১৮ এ প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ এ কথা বলেন।
এ ছাড়া একই দিনে খুলনা ও রাজশাহী বিভাগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে পৃথকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বিভাগীয় সম্পাদক সম্মেলন-২০১৮ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement