২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

রোজা এসেছে সংযম প্রতিষ্ঠার জন্য : মানারাত ভিসি

-

মানারাত বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হাফিজুল ইসলাম বলেছেন, রোজা এসেছে সংযম প্রতিষ্ঠার জন্য। একজন সংযম পালনকারী অন্যের কষ্ট বুঝতে পারেন। সম্পদশালীর সম্পদে যে দরিদ্রের অংশ রয়েছে রোজা আরো ভালো করে বুঝিয়ে দেয় রোজাদারকে। বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বুয়ামা) ইফতার মাহফিলে গতকাল তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও এনডিএফ ঢাকা মহানগরী উত্তর সভাপতি ডা: আব্দুল জলিল। অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: টি এম সফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল সঞ্চালনায় ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাওহীদ আল বিরুনী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা: এ এইচ এম মঈনুদ্দিন আহমেদ জিলানী, ডা: মঈন উদ্দিন, ডা: রেজাউল্লাহ বিন ইলিয়াস, ডা: মুজাহিদুল ইসলাম।
ড. হাফিজুল ইসলাম আরো বলেন, তাকওয়া ভিত্তিক সমাজ ছাড়া মানুষের সংশোধন সম্ভব নয়। তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে জুলুম, নির্যাতন বন্ধ হবে। ভালো মানুষ হতে হলে মুত্তাকি হতে হবে। তিনি বলেন, মুত্তাকি হওয়ার জন্য দুনিয়াকে বাদ দিলে হবে না।
এ পৃথিবীতে সুন্দর রূপে গড়তে হলে আখিরাতের জীবনকে সামনে নিয়ে আসতে হবে। তাহলেই দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব হবে।


আরো সংবাদ



premium cement