২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

২৪ ঘন্টায় শীতজনিত রোগে আক্রান্ত ৫৮৬৩

শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে - ছবি: সংগৃহীত

শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ৮৬৩ জন রোগী। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে শ্বাসযন্ত্রের তীব্র সমস্যার কারণে চিকিৎসা নিয়েছেন ৯০৭ জন রোগী। একইভাবে ডায়রিয়ায় আক্রান্ত ১ হাজার ৯৮৪ জন এবং জন্ডিস, চোখের সমস্যা, চর্মরোগ ও জ্বরসহ অন্যান্য রোগে ২ হাজার ৯৭২ জন চিকিৎসা নিয়েছে।

এছাড়াও গত ১ নভেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে শীতজনিত রোগের কারণে ৫৪ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।


আরো সংবাদ



premium cement