২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

সাবেক বিশ্ব রানার্সআপের সাথে নাফিমের ড্র

নাইজেল শর্টের সাথে ক্ষুদে দাবাড়ুরা - ছবি : সংগৃহীত

কোনো প্রতিযোগিতামূলক আসর হলে হৈ চৈ শুরু হয়ে যেত। জুটতো ব্যাপক মিডিয়া কভারেজও। সাধারণ মানের অল্প বয়সী এক দাবাড়ু কিনা ঠেকিয়ে দিলেন সাবেক বিশ্ব রানার্সআপ এবং সুপার গ্র্যান্ড মাস্টারকে। কিন্তু এটি ছিল সিমেলটুনিয়াসলি (একাধারে অনেক দাবাড়ুর সাথে) দাবার একটি খেলা। শুক্রবার এই দাবাতেই ১৯৯৩ সালের বিশ্ব দাবার রানার্সআপ এবং সুপার গ্র্যান্ড মাস্টার নাইজেল শর্টের সাথে ড্র করেছেন বাংলাদেশের নাফিম আল করিম। হোটেল ফার্সে এই ইংলিশ দাবাড়ু এক সাথে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ২৫ দাবাড়ুর সাথে ম্যাচ খেলেন। এতে ২৪ জন হেরে গেলেও ড্র করার কৃতিত্ব শুধু নাফিমেরই।

সকালে হোটেল ফার্সে এবারের সার্ক দাবার ভেন্যুতে ২৫টি বোর্ডে নাইজেল শর্টের প্রতিপক্ষ ছিলেন মনন রেজা নীড়, আবির হোসেন, ওয়াদিফা আহমেদ, ওয়ালিজা আহমেদ, শাহেদুল হক, ওয়ারসিয়া খুশবুসহ অন্যরা।

গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ার জিয়ার খেলা হয়নি নাইজেল শটের সাথে। সিমেলটুনিয়াসলি দাবা স্রেফেই একটি প্রীতি ম্যাচ। এর চেয়ে বিকেলের সার্ক দাবা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তাহসিন নাইজেল শটের প্রতিপক্ষ না হয়ে বিকেলের সার্ক দাবার জন্যই নিজেকে প্রস্তুত রাখেন। অবশ্য খেলে নাইজেল শটকে হারাতে পারলে তা হতো বাবার পর ছেলেরও সুপার গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে পাওয়া জয়।

২০১৪ সালে কোলকাতার টুর্নামেন্টে নাইজেলকে পরাজিত করেছিলেন জিয়া।

বর্তমানে বিশ্ব দাবা ফেডারেশনের সহ-সভাপতি এই নাইজেল শর্ট। তার বর্তমান রেটিং ২৬৩২। তার সেরা রেটিং ছিল ২৭১২। আজ তিনি জিততে ব্যর্থ হন ১৭৩৭ রেটিং ধারী নাফিম আল করিমের বিপক্ষে।

বিশ্বখ্যাত এই দাবাড়ুর সাথে ড্র করে বেশ উৎফুল্ল সেন্ট গ্রেগরী স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র নাফিম। নাফিম অবশ্য স্বীকার করলেন, ‘নাইজেল শটতো এক সাথে ২৫ জনের সাথে খেলেছেন। যে কারণে পুরোপুরি মনযোগ দিতে পারেননি খেলায়। উনি আক্রমণ করলে রাজা চেক পড়ে যায়। সে চেক আর সরানো যাচ্ছিল না। ফলে ড্র হয়ে যায় ম্যাচ।’

তবে নাফিমের মতো ড্র করার সুযোগ হারিয়ে মনোক্ষুন্ন ওয়ারসিয়া খুশবু। ১৩২৭ রের্টিধারী এই খেলোয়াড়ের মতে, ‘আমি তো ড্রটা পেয়েই যাচ্ছিলাম। কিন্তু একটি ভুল চালে সবশেষ।’

অবশ্য এর পরেই বাস্তবতায় ফিরে এলেন সাত বছর বয়সী খুশবু। ‘আমার প্রথম থেকে ভয় হচ্ছিল নাইজেল শটের মতো এতো বড় দাবাড়ুর বিপক্ষে খেলতে এই ভেবে। এখন সেই ভয় কেটে গেছে। ভালোই শুরু করেছিলাম ওনার বিপক্ষে। আগামীতে আর কোনো বড় তারকার বিপক্ষে ম্যাচের আগে আর ভয় পাবো না।’

খুশবু জানায়, নাইজেল আমাকে জিজ্ঞাসা করেছেন কতো বয়স আমার। জানান, ‘আরো বড় খেলোয়াড় হতে পারবো আমি। নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনুস কার্লসেনের মতো দাবাড়ু হতে পারবো।’

দুই বোন ওয়ালিজা আহমেদ এবং ওয়াদিফা আহমেদও প্রতিপক্ষ ছিলেন নাইজেলের। ওয়ালিজা ছিলেন জয়ের মতো অবস্থানে। কিন্তু তিনিও ভুল করে ৪২ চালে এসে হার মানেন। এই হারে বেশ কষ্ট পেলেন ওয়ালিজা। তবে উঠতি প্রতিভা মনন রেজা নীড়ের বাড়তি কোনো অভিব্যক্তি মিলল না। বিকেলে খেলা আছে এই বলে তাড়াতাড়ি বিশ্রামের জন্য চলে গেলেন তিনি। তার একটি বক্তব্যই ছিল, ‘খুব ভালো লেগেছে নাইজেল শটের সাথে খেলতে পেরে।’

১৪১৮ রেটিংধারী আবির হোসেনকে এই সুপার গ্র্যান্ডমাস্টার বলে গেছেন, চালটা দেখে খেলতে তোমার পক্ষে টাইটেল পাওয়া সম্ভব।

আগামীকাল কোচিং কোর্স করাবেন নাইজেল শট।


আরো সংবাদ



premium cement
‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর পাথরঘাটায় বদর দিবস পালনে দেড় হাজার মানুষের ইফতারি

সকল