২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কুষ্টিয়ার খোকশায় প্রাথমিক বিদ্যালয়ের অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান

-

প্রতিবছরের মতো এবারো অস্বচ্ছল মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি দিয়েছে কুষ্টিয়ার খোকশা উপজেলার কন্ঠগজরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতি। এ উপলক্ষে আমবাড়ীয়া গ্রামের কন্ঠগজরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সম্প্রতি ঈদ পুর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড: মো: মনিরুজ্জামান। কন্ঠগজরা প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি কার্ত্তিক চন্দ্র সাহা, মুন্সী আজাদ, মেট লাইফ ইনসিওরেন্স কোম্পানীর মার্কেটিং অফিসার মোঃ হুমায়ন কবীর, মোঃ আব্দুর রাজ্জাক মাষ্টার, মোঃ আজগর আলী মন্ডল, মোঃ আব্দুল মান্নান, সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবীর বাবু সহ সমিতির সদস্যবৃন্দ।

বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের নগদ টাকা, ডিকশনারী ও সাটিফিকেট প্রদান করা হয়। কন্ঠগজরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতি ২০০৩ সাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিয়ে আসছে। 


আরো সংবাদ



premium cement