২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

৫৮ হাজার বাসাবাড়ির মশার লার্ভা ধ্বংস করা হয়েছে : মেয়র সাঈদ খোকন

-

রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ পর্যন্ত নগরীর ৫৮ হাজারেরও বেশি বাসাবাড়িতে অভিযান চালিয়ে এডিশ মশার লার্ভা ধ্বংস করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মশক দিবস উপলক্ষে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ডিএসসিসি’র মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ তথ্য জানান।

তিনি আরো জানান, শুধু আমরা একা নই, আমাদের সাথে স্কাউটের কর্মীরাও প্রায় এক লাখ দশ হাজার বাসাবাড়িতে গিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।

মেয়র সাঈদ খোকন বলেন, ডিএসসিসি’র নিজস্ব কর্মীবাহিনী এ পর্যন্ত ৫৮ হাজার ৭শ’ ৪৭টি বাসাবাড়িতে গিয়ে এডিশ মশার লার্ভা ধ্বংস করেছে। এর মধ্যে আমরা ১২ শ’ বাড়িতে লার্ভা পাওয়া গেলে আমরা ওই বাড়িগুলোর মালিকদের জরিমানাও করেছি।
ডিএসসিসি’র এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেয়র।

পরে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নেতৃত্বে একটি সচেতনতামূলক র‌্যালি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বেশ কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনালের এ কে এম নাসির উদ্দিন, বিশিষ্ট বুদ্ধিজীবী ও কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ আহমেদ প্রমুখ।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি অমিতোষ পাল, সেক্রেটারি মতিন আব্দুল্লাহ, সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন, ফয়সাল আলম, মাসুদ রানা, হাসান ইমন, সাইদুল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ



premium cement
চলচ্চিত্র শিল্পী সমিতি : মিশা সভাপতি, ডিপজল সম্পাদক ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

সকল