২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাঘ বেড়েছে সুন্দরবনে

-

সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা বেড়েছে বলে জানা গেছে বাঘ জরিপের তথ্যে। বুধবার এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে ২০১৫ সালের পর থেকে সুন্দরবনের বাঘের সংখ্যা অন্তত ৮ শতাংশ বেড়েছে। ২০১৫ সালে এখানে বাঘের সংখ্যা ছিলো ১০৬টি। ২০১৮ সালের জরিপে বাঘ পাওয়া গেছে ১১৪টি। অর্থাৎ বিগত বছর সুন্দর বনে বাঘ বেড়েছে ৮টি।

এদিন বন অধিদফতরের হৈমন্তি মিলনায়তনে সুন্দরবনের বাঘ জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন উপমন্ত্রী হাবিবুন নাহার, মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব ডা. বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো: শফিউল আলম চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বন সংরক্ষক মো: জাহিদুল কবির ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এ আজিজ।


আরো সংবাদ



premium cement