২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

১১০ বছর পর ব্ল্যাক প্যান্থার!

১১০ বছর পর ব্ল্যাক প্যান্থার!
১১০ বছর পর ব্ল্যাক প্যান্থার! - সংগৃহীত

গল্প-উপন্যাসেই দেখা মিলত তার। বাস্তবে, গত ১০০ বছরে ‘মোগলি’র সেই বন্ধু ‘বঘিরা’ বা তার বংশের কারো খোঁজ পায়নি কেউ। শেষ দেখা গিয়েছিল ১৯০৯ সালে ইথিওপিয়ায়।
সম্প্র্রতি সেই ব্ল্যাক প্যান্থারের দেখা মিলল কেনিয়ার জঙ্গলে। দাবি করেছেন সান ডিয়েগো পশুশালার বিশেষজ্ঞ নিক পিলফোল্ড। তিনি জানান, দীর্ঘ কয়েক মাসের চেষ্টায় ব্ল্যাক প্যান্থারটিকে ক্যামেরাবন্দী করেছে তার দল। লাইকিপিয়া কাউন্টিতে একটি কালো প্যান্থার দেখা যাচ্ছে শুনে গত বছর জঙ্গলের বিভিন্ন জায়গায় ক্যামেরা বসিয়ে রেখেছিলেন তারা। তাতেই ধরা পড়েছে পশুটির রাজকীয় উপস্থিতি। পিলফোল্ডের দলের সদস্য উইল বুরার্ড লুকাচ ছবিটি তোলেন। তবে কেনিয়ার একটি দৈনিক দাবি করেছে, ২০১৩ সালে ওই এলাকাতেই ব্ল্যাক প্যান্থারের ছবি তুলেছিলেন তাদের এক চিত্রগ্রাহক। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement