১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশ ৭ উইকেটে ১৪৩

বাউন্সার এড়াচ্ছেন তামিম - ছবি : সংগৃহীত

নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৩১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান। এখন ব্যাট করছেন মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফুদ্দিন।


শুরু থেকেই বাংলাদেশ একের পর এক উইকেট হারাতে থাকে। শুরুতে বিদায় নেন তামিম ইকবাল। তিনি করেছিলেন ৫ রান। এরপর লিটন দাস (১), মুশফিকুর রহীম (৫), সৌম্য সরকার (৩০), মাহমুদুল্লাহ (১৩), সাব্বির (১৩) ও মিরাজ (২৬) বিদায় নেন।

নিউজিল্যান্ডের স্যান্টনার, হেনরি ও বোল্ট দুটি করে ও ফার্গুসন একটি উইকেট নিয়েছেন।


২৩ ওভারে একশ
শুরু থেকে বাংলাদেশ নিয়মিত উইকেট হারিয়ে চলছিল। এ অবস্থায় বাংলাদেশ একশ ছুঁয়েছে ২৩তম ওভারে। নিউজিল্যান্ডের বোলার মিচেল স্যান্টনারের শেষ তিন বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে দলকে তিন অঙ্কে নিয়ে যান মেহেদী হাসান মিরাজ। এর আগে দশম ওভারে পঞ্চাশ করেছিল বাংলাদেশ।


স্পিনে ফিরলেন সাব্বির
অনেক দিন পরে দলে ডাক পাওয়া সাব্বির কোনোরকম সামলাচ্ছিলেন পেসারদের। কিন্তু স্পিন আসতেই কঠিন পরিস্থিতির শিকার হন সাব্বির। স্যান্টনারের বলে ভারসাম্য হারিয়ে ফিরে যান স্ট্যাম্পড হয়ে। বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের লেগ স্ট্যাম্পের বাইরের বল খেলতে চেয়েছিলেন সাব্বির। কিন্তু ব্যাটে-বলে হয়নি। উল্টো ভারসাম্য হারিয়ে পড়ে গেলে সে সুযোগ টম ল্যাথাম বেলস ফেলে দিলে বিদায় নেন সাব্বির। পতন হয় বাংলাদেশের পঞ্চম উইকেটের। ২০ বলে দুই চারে ১৩ রান করেন সাব্বির।


রিভিউতে জীবন পেয়েছিলেন মাহমুদুল্লাহ
এর আগে ২৯ বলে ১৩ রান করে বিদায় নেন মাহমুদুল্লাহ। দুই দলের সর্বশেষ খেলায় সেঞ্চুরি করেছিলেন তিনি। কিন্তু এবার আর লম্বা করতে পারলেন না ইনিংস। স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। এর আগে অবশ্য একবার রিভিউ নিয়ে বেঁচে যান এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান। ব্যক্তিগত ৬ রানের সময় টেন্ট বোল্টের সুইং করা একটি বলে মাহমুদউল্লাহকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার। বোল্টের বল একটুর জন্য তার গ্লাভসে লাগেনি। তাই রিভিউতে বেঁচে যান মাহমুদউল্লাহ।


টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। নেপিয়ারে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথমটি।


বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান।


নিউ জিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লাকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, জিমি নিশাম, হেনরি নিকোলস, রস টেইলর, মিচেল স্যান্টনার।

 


আরো সংবাদ



premium cement
শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩ গাজা মানবিক নরকে পরিণত হয়েছে : জাতিসঙ্ঘ প্রধান রাফা হামলার পরিকল্পনা ইসরাইলের ত্যাগ করা উচিত : চীন গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরাইল হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি

সকল