১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

'হর্ন হুদাই বাজায় ভুদাই' - ক্যাম্পেইনের শুরু যেভাবে

'হর্ন হুদাই বাজায় ভুদাই' - ক্যাম্পেইনের শুরু যেভাবে
'হর্ন হুদাই বাজায় ভুদাই' - ক্যাম্পেইনের শুরু যেভাবে - ছবি : সংগৃহীত

বাংলাদেশের রাজধানী ঢাকায় সচেতনতা তৈরির জন্য গত চার বছর আগে ‘হর্ন হুদাই বাজায় ভুদাই’ ক্যাম্পেইন শুরু করেন গ্রাফিকস ডিজাইনার মমিনুর রহমান রয়েল। শব্দ দূষণ সম্পর্কে সচেতন করতে এমন ব্যানার নিয়ে একাই ক্যাম্পেইন শুর করেছেন তিনি।

তিনি বলেন, ক্রমাগত আমাদের এই শহরটা বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে যার একটি কারণ এই অকারণ হর্ন। যখনই আমি দেখি শব্দের মাত্রা ৭০-৭৫ বা ৮০ ডেসিবল হয়ে গেছে তখনই আমি ব্যানারটা খুলে দাঁড়িয়ে যাই। এত করে কিছুটা হলেও শব্দ কমে। এরপর আমি আমার পথে হাঁটা শুরু করি। এভাবেই চলছে।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শব্দের সহনীয় মাত্রা হচ্ছে ৬০ ডেসিবল। শব্দের মাত্রা ১০০ ডেসিবলে গেলে শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে।

রয়েল বলেন, একদিন আমার মেয়েকে অনেক কষ্টে ঘুম পাড়াই কিছুক্ষণ পড়ে হর্নেও শব্দে ও উঠে যায়। অনাকাঙ্খিত একটা শব্দ ওর ভেতরে একটা ভয় তৈরি করে। আমার মেয়ের ওই ঘটনার পরে আমি আরো শক্তভাবে এই ক্যাম্পেইনে নামলাম।

ইতোমধ্যে রাস্তায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এই ক্যাম্পেইন। তিনি জানান, চালক পথচারী সবাই খুব সাড়া দেয়, কেই কেউ এসে ব্যানার ধরে দাঁড়ায়। আবার কেউ কেউ ছবি তোলে। এটা খুব মজার। ভোদাই মানে তো বোকা। যেই হর্ন দেয়, পাশ থেকে লোকজন তখন সেই হর্নদাতার দিকে তাকিয়ে থাকে। তখন সে এমনিতেই হর্ন বন্ধ করে দেয়। কারণ কেউ ভোদাই হতে চায় না।

মমিনুর রহমান রয়েল জানান, তিনি অফিস শেষ করে প্রতিদিন ১০/১৫ মিনিট করে সময় দেন। এক মিনিট করে হলেও এই ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন প্রতিদিন। প্রথম অবস্থায় একা শুরু করলেও এখন সচেতন অনেকেই এই ক্যাম্পেইনে যোগ দিচ্ছেন নিজেদের আগ্রহেই।

তিনি বলেন, মানুষ এই ব্যানার দেখলে আর হর্ন না বাজালেও ব্যানার পার করে সামনে চলে গেলেই আর মনে থাকে না। তাই এই ব্যানারটি রাস্তার মোড়ে মোড়ে, প্রত্যেকটি স্থানে লাগানো উচিত।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল