২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

অনলাইন অ্যাক্টিভিস্ট ‘জুলভার্ন’ নিখোঁজ

হুমায়ূন কবির - ছবি : সংগ্রহ

লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট জুলভার্ন দু’দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার বলছে, গত শনিবার সন্ধ্যায় রাজধানীর সদরঘাট থেকে পিরোজপুরগামী একটি লঞ্চে উঠেন হুমায়ূন কবির। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তিনি জুলভার্ন নামে ব্লগ ও ফেসবুকে লেখালেখি করতেন।

সার্জিক্যাল ইকুইপমেন্টের ব্যবসার সঙ্গে জড়িত হুমায়ূন কবির। রাজধানীর গ্রিনরোডে পরিবার নিয়ে তিনি বসবাস করেন। নিখোঁজের ঘটনার পর হুমায়ূন কবিরের পরিবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৯৮২) করেছেন।

হুমায়ূন কবিরের স্ত্রী মৌসুমী কবির গণমাধ্যমকে জানিয়েছেন, পিরোজপুরের উদ্দেশে গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গ্রিনরোডের বাসা থেকে সদরঘাট যান হুমায়ূন। সন্ধ্যা সাড়ে ৭টায় লঞ্চ ছাড়ার কথা ছিল। রাত ৮টার দিকে ফোনে চেষ্টা করে সেটি বন্ধ পান। এরপর যতবার চেষ্টা করা হয়েছে, মোবাইল ফোন বন্ধই রয়েছে।’ তিনি পিরোজপুরগামী পিএস টার্ন নামক লঞ্চের ৭ নম্বর কেবিনের টিকিট কেটেছিলেন বলে জানিয়েছে পরিবার।

মৌসুমী কবির বলেন, ‘লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় আমার স্বামী লঞ্চে উঠেছিলেন। ৭ নম্বর কেবিন পছন্দ না হওয়ায় বয়দের ডেকে কেবিন বদলানোর কথা বলেন। পরে তাকে একটি ডাবল কেবিন দেয়া হয়, সেখানে তার পাশের বেডে ডেইলি স্টার পত্রিকার সাবেক এক সাংবাদিকও ছিলেন। কিন্তু, লঞ্চ ছাড়ার পর টিকিট চেক করতে গিয়ে চেকার আমার স্বামীকে খুঁজে পাননি।’

তিনি আরো বলেন, ‘আমার দুই ছেলে লঞ্চে খোঁজ নিতে গেলে দু’জন কেবিন বয় তাদের জানায়— লঞ্চ ছাড়ার আগেই নাকি আমার স্বামীকে ডিবি পরিচয়ে দুই ব্যক্তি নামিয়ে নিয়ে যান।’

এক প্রশ্নের জবাবে হুমায়ূন কবিরের স্ত্রী বলেন, ‘জমি সংক্রান্ত একটা মামলার কাজে পিরোজপুর যাচ্ছিল হুমায়ূন। মামলার তারিখ ছিল ৩০ অক্টোবর। কিন্তু, দু’দিন আগে গেছে। কারণ, গ্রামের বাড়ি মঠবাড়িয়া থেকে স্বজনেরা পিরোজপুর আসবেন। সেখানে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবেন।’

নিখোঁজের ছেলে আহমেদ ইমতিয়াজ শুভ বলেন, ‘বাবার কোনো সন্ধান না পেয়ে শনিবার রাতেই আমরা শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। তবে দু’দিনেও তারা বাবার কোনো সন্ধান দিতে পারেনি।’

জিডির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু সরকার বলেন, ‘জিডির পরপরই আমরা তদন্ত শুরু করেছি। নিখোঁজ হুমায়ূন কবিরের কললিস্ট চেক করেছি। তিনি নিজের মোবাইল ফোন থেকে সর্বশেষ ঘটনার দিন দুপুর দেড়টার দিকে এক আত্মীয়ের সঙ্গে কথা বলেছেন। তখন তিনি বাসাতেই ছিলেন। তার সর্বশেষ লোকেশন কোথায় ছিল জানার চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement