১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

অধ্যাপক ডা. হাদীর মৃত্যু বার্ষিকী পালিত

অধ্যাপক ডা. এম এ হাদী। - সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. এম এ হাদীর একাদশ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে কুরআনখানী, দরুদপাঠ ও দোয়ার মাধ্যমে। গতকাল মঙ্গলবার বিএসএমএমইউ’র কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, অধ্যাপক ডা. এ এস এম এ রায়হান, অধ্যাপক ডা. মাইনুদ্দীন, অধ্যাপক ডা. মাইনুজ্জামান, ডা. এ বি এম ছফিউল্লাহ, ডা. মোফাখখারুল ইসলাম রানা, ডা. আব্দুস সালাম, ডা. আদনান, ডা. নওরোজ, ডা বিটু, ডা. সোহানসহ কেন্দ্রীয় ও স্থানীয় চিকিৎসকবৃন্দ। সভাপতিত্ব করেন বিএসএমএমইউ ড্যাবের সভাপতি ডা. সাইফুল ইসলাম সেলি।

এছাড়া বুধবার ড্যাবের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক এম এ হাদীর জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১১টায়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো: নজরুল ইসলামসহ ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।


আরো সংবাদ



premium cement