২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

একটি প্রেম বার্তা নিয়ে দুই দেশে ঝড়

প্রেম বার্তা
বোতলের সেই ভালোবাসার চিঠি - ছবি : বিবিসি

আপনি কি কখনো বোতলে ভরে কোন বার্তা পাঠিয়েছেন? বোতলে ভরে সেটি সমুদ্রে ফেলে দিয়েছেন আর ভেবেছেন, সেটা কোথায় গিয়ে পৌঁছল?

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের আরলাই সৈকতে যখন এরকম একটি চিঠি ভরা গুগলি শামুক ধরা বোতল পাওয়া যায়, সেটির ছবি তুলে সামাজিক মাধ্যমে তুলে দিয়েছিলেন স্থানীয় একজন ট্যুর অপারেটর।

ফেসবুকে সেটির ছবি তুলে দিয়ে ড্যানিয়েল ম্যাকন্যালি লিখেছিলেন, বোতলের মুখ খোলার অপেক্ষায় থাকুন।

খোলার পর দেখা যায়, চীনা ম্যান্ডারিন ভাষায় সেই চিঠিটি লেখা। তারা সেটির অনুবাদের জন্য ফেসবুকেই অনুরোধ জানায়।

এরপর যেন সাহায্যের বন্যা হয়ে যায়।

র‍্যাচ এলি চিঠিটা পড়ে আবিষ্কার করেন, এটি একটি প্রেমপত্র, যা একজন নাবিক তার প্রেমিকাকে উদ্দেশ করে লিখেছেন। তিনি ছবিটি শেয়ার করেন এই আশায় যে, ওই নারী চিঠিটির খোঁজ পাবে।

চিঠির বর্ণনা অনুযায়ী, ভারত মহাসাগর অতিক্রম করার সময় ওই চিঠিটি লেখেন চীনা নাবিক।

সেখানে লেখা, ‘আমার হৃদয়ের গভীর থেকে আমার ভালোবাসাকে খুব অনুভব করছি। বাগদানের পরেই আমি সমুদ্রে চলে এসেছি। কিন্তু তার জন্য আমার খুবই খারাপ লাগছে। এই বোতলটি সেই ভালোবাসার একপ্রকার প্রকাশ।’

‘আমার ইচ্ছা হচ্ছে, যদি আমি এখন বাড়িতে ফিরে যেতে পারতাম, যদি আমি যিঙ্গের সঙ্গে সবসময় থাকতে পারতাম।’

তবে তিনি কখনো ভাবেননি যে, কেউ সত্যিই বোতলটি পাবে। নিজের হৃদয়কে শান্ত করতেই বোতলে ভরে বার্তাটি তিনি সমুদ্রে ফেলে দেন।

অস্ট্রেলিয়ার একজন ব্লগার এই চিঠির বিষয়টি চীনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে তুলে দিয়ে বন্ধুদের অনুরোধ করেন, ‘চীনে একশো ৪০ কোটি মানুষ রয়েছে, আমি খুব বেশি মানুষকে চিনি না, আপনি কি এই নারীকে খুঁজে বের করতে সহায়তা করতে পারেন?’

সমুদ্রে বোতলের বার্তা কি সত্যিই তার প্রাপকের কাছে পৌঁছায়?

বোতলের একটি ছবিও সেখানে তুলে দেয়া হয়। এরপর সেটি অসংখ্যবার শেয়ার হয়েছে।

এ নিয়ে ওয়েইবোতেও অনেকে আবেগী মন্তব্য করেছেন।

তবে এখনো পর্যন্ত চিঠির সেই লেখক বা তার ভালোবাসার নারীকে খুঁজে পাওয়া যায়নি। দেখা যাক, শেষ পর্যন্ত এই বার্তা সেই নারীর কাছ পর্যন্ত পৌঁছায় কিনা।

আরো পড়ুন :
রোমান্টিক এবিডির কাণ্ড
নয়া দিগন্ত অনলাইন, ০৩ মে ২০১৭
বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ধ্বংসাত্মক ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স৷ ক্রিকেটের তিন ফর্ম্যাটেই বোলারদের কাছে ত্রাস এই প্রোটিয়া ক্রিকেটার৷ এই মরশুমে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল-এ কার্যত হতাশ করেছে৷ প্লে-অফেই যেতে পারেনি গতবারের রানার্স টিম।

এসবরে মাঝেই এবিডি-র দেয়া এক সাক্ষাৎকারে তার রোম্যান্টিক সত্ত্বা ফুটে উঠেছে৷তিনি বলছেন স্কুল জীবনে প্রচুর প্রেমপত্র লিখেছেন তিনি৷ কিন্তু এতটাই লাজুক ছিলেন, একটাও দিতে পারেননি পছন্দের মানুষদের৷ ডিভিলিয়ার্স বলছেন,‘‘স্কুল জীবনে প্রায় ২৫-৩০টা প্রেমপত্র লিখেছি আমি। কিন্তু একটাও দিতে পারিনি তাদেরকে৷বাড়ি গিয়ে ছাদে উঠে সেগুলো লুকিয়ে রাখতাম৷ সেগুলোতে অনেক ভালোবাসা ছিল৷ আসলে আমি একটু প্রেমিক প্রকৃতির ছিলাম৷ স্কুলে গিয়েই প্রেমপত্র লেখা শিখেছিলাম৷’’

এবিডি এর সঙ্গেই সংযোজন, ‘‘ওই প্রেমের চিঠি গুলো থেকে অভিজ্ঞতা নিয়েই এখন আমার স্ত্রী’কে লিখি৷ এখনো মনে আছে ও, ভারত থেকে দক্ষিণ আফ্রিকা যাচ্ছিল৷ আমি ওর পাসপোর্টে একটা চিঠি গুঁজে দিয়েছিলাম৷ পরে ওকে ফোনে টেক্সট করে জানাতে বলেছিলাম, ওর কেমন লাগল চিঠিটা পেয়ে।’

এসব বলতে বলতেই হেসে ফেলেন এবিডি৷


আরো সংবাদ



premium cement
ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন

সকল