২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সামাজিক যোগাযোগমাধ্যম ২৪ ঘণ্টা মনিটরিংয়ে থাকবে

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। ছবি - সংগৃহীত

ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিহত করতে ‘গুজব শনাক্তকরণ ও নিরসন সেল’ দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এই সেল কোনো গুজব ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ার আগেই তা শনাক্ত করে ৩ ঘণ্টার মধ্যে গুজবের সত্যতা সম্পর্কে গণমাধ্যমকে জানাবে।

তারানা হালিম বলেন, যেকোনো গুজব অসুন্ধানে এ মাসের শেষ দিকেই তথ্য সেল গঠন করা হবে। ২৪ ঘণ্টা মনিটরিংয়ে রাখা হবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম। 

তিনি বলেন, এছাড়া আমরা একটি নম্বর দেয়ারও চেষ্টা করছি। এই নম্বরটি সব সাংবাদিকদের কাছে থাকবে। আমরা স্বপ্রনোদিত হয়েই আপনাদের কাছে গুজব সংক্রান্ত সংবাদ পৌঁছে দিতে চাই।

বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।


আরো সংবাদ



premium cement