২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বিশ্বাসযোগ্যতা হারিয়েছে যুক্তরাষ্ট্র, অ্যাকশনে ইউরোপীয় ইউনিয়ন

বিশ্বাসযোগ্যতা হারিয়েছে যুক্তরাষ্ট্র, অ্যাকশনে ইউরোপীয় ইউনিয়ন - সংগৃহীত

জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্র নিজের নাম প্রত্যাহার করায় দেশটি বিশ্বের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মার্কিন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে চীনও। তবে অনেকটা উপহাস করে, পরিষদ থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়াকে স্বাগত জানিয়েছে রাশিয়া।

জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদ থেকে নাম প্রত্যাহারের ঘোষণার পর বুধবার সংগঠনের এক বৈঠকে যুক্তরাষ্ট্রের আসনগুলো খালি পড়ে থাকতে দেখা যায়। সেসময় পরিষদ থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত সব পক্ষের জন্যই দুঃখজনক বলে মন্তব্য করেন স্লোভেনিয়ার প্রেসিডেন্ট।

স্লোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পাহোর বলেন, এটি একটি দুঃসংবাদ। দুঃসংবাদ মানবাধিকার পরিষদের জন্য, জাতিসঙ্ঘের জন্য, যুক্তরাষ্ট্রের জন্য এবং সবার জন্য যারা মানুষের অধিকারের বিষয়ে সচেতন। যুক্তরাষ্ট্র ছাড়া মানবাধিকার পরিষদ দুর্বল হয়ে পড়বে।

স্লোভেনিয়ার প্রেসিডেন্টের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি অস্ট্রেলিয়া এবং ব্রিটেনের প্রতিনিধিরা।

জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদ থেকে নাম প্রত্যাহারে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ। ইসরাইলের সমালোচনা করায় যুক্তরাষ্ট্র একতরফাভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন সংগঠনের নির্বাহী পরিচালক।

কেনেথ রোথ বলেন, জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদ, উত্তর কোরিয়া, মিয়ানমার, দক্ষিণ সুদান এবং সিরিয়ার মত দেশগুলোতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কিন্তু ট্রাম্প প্রশাসন কেবল ইসরাইলের স্বার্থই বিবেচনা করছে। মানবাধিকার পরিষদ ইসরাইলের সমালোচনা করায় যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে। তারা একপক্ষকে খুশি করতে গিয়ে সারা দুনিয়ার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

মার্কিন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে চীনও। বুধবার বেইজিং-এ নিয়মিত সংবাদ সম্মেলনে, এ পরিষদকে আন্তর্জাতিক মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ উল্লেখ কোরে এর প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এদিকে, পরিষদ থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে যখন বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠেছে তখন একে স্বাগত জানিয়েছে রাশিয়া। এরমধ্য দিয়ে মানবাধিকার পরিষদ কোনো কিছু হারায়নি উল্লেখ করে, সংগঠনটি এখন স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে মন্তব্য করে মস্কো। জাতিসঙ্ঘে রুশ কূটনীতিক গেন্নাদি গাতিলভ।

এদিকে এবার মার্কিন আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করবে ইউরোপীয় ইউনিয়ন। জুন মাসের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানিয়েছে ইউরোপিয়ান কমিশন। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ইটের বদলা পাটকেল হিসেবে নেওয়া এই পদক্ষেপের ভেতর দিয়ে নতুন এক বাণিজ্য-যুদ্ধ তরান্বিত হবে বলে মনে করা হচ্ছে, যদি না ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয়ান গাড়ির ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার না করেন।

ইউরোপীয়ান কমিশন আনুষ্ঠানিকভাবে মার্কিন ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য, খামারজাত পণ্য যেমন, ভুট্টা, বাদাম, বোরবন হুইস্কি, জিন্স এবং মোটর বাইকের  ওপর ২.৮ বিলিয়ন ইউরো শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়।

ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যবিষয়ক কমিশনার  সিসিলিয়া ম্যালসট্রম এক বিবৃতিতে বলেন, ‘আমরা এমন সিদ্ধান্ত নিতে চাইনি। ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের একপাক্ষিক এবং অবিবেচনামূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত আমাদের বাধ্য করেছে এমন অবস্থান নিতে।’

ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী সমানুপাতিক হারেই এই শুল্ক আরোপ করা হয়েছে, ওয়াশিংটন যদি ইউরোপীয় ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেয় তাহলে ইউরোপীয় ইউনিয়নও এই শুল্ক প্রত্যাহার করে নেবে বলে জানান সিসিলিয়া।

মার্কিন শুল্ক আরোপের ফলে বর্তমানে ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের জন্য ৬.৪ বিলিয়ন ইউরো গুনতে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নকে।


আরো সংবাদ



premium cement
জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সকল