২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঢাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

-

ঢাকায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক আজ বাসসকে জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে। তবে ঢাকায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহের জন্য আজ দুপুর পর্যন্ত ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। দুপুরের পর এই সতর্ক সংকেত নামিয়ে দেয়া হবে। তবে নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটি বহাল থাকবে।
আজ দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮২ মিলিমিটার এবং নীলফামারীর ডিমলায় ৬২ মিরিমিটার।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজধানীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮০ শতাংশ।
পরবর্তী ৭২ ঘন্টায় অর্থাৎ আগামী ৩ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।


আরো সংবাদ



premium cement