২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

প্রতিরাতে খালেদা জিয়ার জ্বর আসছে

'প্রতিরাতে খালেদা জিয়ার জ্বর আসছে' - ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দেশনেত্রী বেগন খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখাই সরকার মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন ও কারামুক্তি আটকানোর জন্য সরকার বাধা সৃষ্টি করছে। যাতে তিনি বের হতে না পারেন। সেই ব্যবস্থা সরকার নিশ্চিত করতে চাচ্ছে। কারণ সরকারের মূল লক্ষ্য হচ্ছে, রাজনীতি থেকে দূরে রাখা এবং আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা।’

গতকাল বেগম জিয়ার পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে গিয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘প্রায় ৭ থেকে ৮ দিন পরে তাদেরকে বেগম জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ দিয়েছে। কারাগারে যাওয়ার পরে তারা দেখেছেন, বেগম জিয়া অত্যন্ত অসুস্থ। আর এ অসুস্থতা এমন পর্যায়ে গিয়েছে যে, তিনি ঠিক মত হাঁটতে পারছেন না।’

‘প্রতিদিন রাতে বেগম খালেদা জিয়ার জ্বর আসে। পরে এই জ্বরটা আর যাচ্ছে না। আর যে রান্না হয়, সেই রান্নার মানও অনেক খারাপ হয়ে গেছে। অপরদিকে তার বাসা থেকেও কোনো খাবার দেয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে তার রক্ত পরীক্ষা করা দরকার।’

কালবিলম্ব না করে ইউনাইটেড হসপিটালে বেগম জিয়ার সুচিকিৎসার জন্য আবারও জোর দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা বারবার বলেছি, কারাগারের বাইয়ে ইউনাইটেড হসপিটালে এনে তার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য। এটা কারাকর্তৃপক্ষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী এবিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেননি। তাকে (প্রধানমন্ত্রী) অনুরোধ করেছেন। দেশ ও বিদেশ থেকে তার কাছে অনুরোধ এসেছে, বেগম খালেদা জিয়ার জামিন ও চিকিৎসার জন্য যাতে ব্যবস্থা করা হয়। কিন্তু এখন পর্যন্ত প্রধানমন্ত্রী কিছুই করেননি।’

 


আরো সংবাদ



premium cement
টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন উসাইন বোল্ট ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী! 

সকল