২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইসরাইলি ট্যাঙ্কের লেবাননে প্রবেশ

- ছবি : সংগৃহীত

ইসরাইলের তিনটি ট্যাঙ্ক মঙ্গলবার সীমান্ত আইন লংঘন করে লেবাননে প্রবেশ করেছে। ইসরাইল-লেবানন সীমান্তের বেড়া ডিঙ্গিয়ে এসব ট্যাঙ্ক লেবাননে প্রবেশ করে বলে জানায় লেবাননের সংবাদ সংস্থা।

সংবাদ সংস্থাটি আরো জানায়, লেবাননের মায়েস আল-জাবাল সীমান্তের বেড়া ডিঙ্গিয়ে এসব ট্যাঙ্ক অবৈধভাবে দেশটিতে প্রবেশ করে।

সংস্থাটির মতে, এসময় একটি ট্যাঙ্ক থেকে ফসফরাস বোমা ছুড়া হয়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এরপর ট্যাকগুলো সীমান্ত এলাকা ত্যাগ করে।

তবে এব্যাপারে ইসরাইলি কতৃপক্ষ কিছু জানায়নি।

ইসরাইল ও লেবাননের মধ্যে ৭৯ কিলোমিটার জুড়ে বেড়া দেয়া আছে। বেশ কিছুদিন ধরেই এই সীমান্তে বেশ উত্তেজনা বিরাজ করছে। ইয়েনি শাফাক


আরো সংবাদ



premium cement