২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

করোনার মধ্যেও ইরান-যুক্তরাষ্ট্র আরেক যুদ্ধ

করোনার মধ্যেও ইরান-যুক্তরাষ্ট্র আরেক যুদ্ধ - সংগৃহীত

দুই দেশই এখন করোনাভাইরাসের কবলে পড়ে বিপর্যস্ত৷ এ পরিস্থিতিতেও আবার কথার লড়াইয়ে নেমেছে ইরান ও যুক্তরাষ্ট্র৷

গত ছয় মাসে ইরাকে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি ও স্থাপনায় বেশ কয়েকবার হামলা হয়েছে৷ হামলাগুলোর জন্য ইরান সমর্থিত গোষ্ঠীকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র৷ সাম্প্রতিক হামলার জন্য মধ্যপ্রাচ্যের দেশটিকে দায়ী করায় দু'দেশের মধ্যে নতুন করে শুরু হয়েছে কথার লড়াই৷

হামলার সঙ্গে ইরানের পরোক্ষভাবেও জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন সে দেশের সেনাবাহিনী প্রধান৷ তারপর ইরাকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করে যুক্তরাষ্ট্র৷ ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ানো হচ্ছে৷ এর পরিণামের জন্য প্রস্তুত থাকতে বলে ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের দাবিও জানিয়েছিল ইরান৷

তারপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকে মার্কিন সেনা ঘাঁটি বা কোনো স্থাপনার উপর ইরান বা ইরানের কোনো 'প্রক্সি : হামলা চালানোর পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন৷ পাশাপাশি হামলা হলে ইরানকে 'চড়া মূল্য 'দিতে হবে বলেও হুঁশিয়ার করে দেন ট্রাম্প৷

টুইটারে এর জবাব দিয়েছেন মোহাম্মদ জাভেদ জারিফ৷ ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘‘বরাবরের যুদ্ধবাজের কথায় আবার বিভ্রান্ত হবেন না৷ ইরান কখনো যুদ্ধ শুরু করে না, কেউ তা করলে তাকে শিক্ষা দিয়ে দেয়৷’’

করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন, ইরানে মারা গেছেন তিন হাজারেরও বেশি মানুষ৷
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ

সকল