২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মার্কিন সেনারা চলে গেলেই আফগানিস্তানে শান্তি ফিরবে : ইরান

মার্কিন সেনারা চলে গেলেই আফগানিস্তানে শান্তি ফিরবে : ইরান - ছবি : সংগৃহীত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং দেশটিতে আমেরিকার হস্তক্ষেপ বন্ধ হলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।

জাতিসংঘ মহাসচিবের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি তাদামিচি ইয়ামামাতোর সাথে রাজধানী তেহরানে মঙ্গলবার এক বৈঠকে এসব কথা বলেছেন ড. বেলায়েতি।

এ সময় তিনি আফগানিস্তানের সমস্ত দল ও সরকারকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ড. বেলায়েতি আশা করেন, আফগানিস্তানের নতুন সরকার যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করবে।

তিনি আরো বলেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে ইরান সবসময় সমর্থন দিয়ে এসেছে এবং শান্তি প্রতিষ্ঠার কাজ দেশটির জনগণের ইচ্ছার ভিত্তিতে সরকারের নেতৃত্বে হতে হবে।

বৈঠকে ইয়ামামাতো আফগানিস্তানের প্রতি ইরানের পক্ষ থেকে সব ধরনের সমর্থন দেয়ার জন্য তেহরানকে ধন্যবাদ। তিনি আশা করেন, আফগান শান্তি প্রক্রিয়ায় ইরান তার উপস্থিতি ও অংশগ্রহণ বাড়াবে। সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement