২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সোলাইমানি হত্যা নিয়ে মুখ খুললেন এরদোগান

- ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা হ্রাস করতে তুরস্ক বড় ধরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। ইরানি সেনা কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি নিহতের জেরে মার্কিন-ইরান চলমান উত্তেজনার মধ্যে এই মন্তব্য করেন তিনি।

এক টেলিভিশন সাক্ষাতে এরদোগান বলেন, তুরস্ক সব সময় বৈদেশিক হস্তক্ষেপের বিরুদ্ধে, বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার ক্ষেত্রেও তাই মনে করে।

তিনি বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সব ধরণের প্রচেষ্টা সত্ত্বেও যুক্তরাষ্ট্র-ইরান বিরোধ মেটানো সম্ভব হয়নি।

এরদোগান বলেন, সোলাইমানি হত্যার বিষয়টি তাদের পরিকল্পিত ছিল। আমরা খবরটি শুনে হতবাক হয়ে যাই। আমি ট্রাম্পকে ইরানের সাথে উত্তেজনা না বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছিলাম।

তিনি আরো বলেন, ইরান সোলাইমানি হত্যার পর দায়িত্বজ্ঞানহীনভাবে বসে থাকবে না। তাদের পদক্ষেপের ফলে এই অঞ্চলে উত্তেজনা আরো বাড়বে।

গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী ও দখলদার মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন নিহত হন।


আরো সংবাদ



premium cement