২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পদত্যাগের পরও অন্তর্বর্তী দায়িত্বপালন করছে কুয়েত সরকার

- সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগসহ সংস্কারের দাবিতে সরকারের বিরুদ্ধে সপ্তাহব্যাপী চলা বিক্ষোভের মুখে কুয়েতের পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারাক। বৃহস্পতিবার সংসদীয় অধিবেশন শেষে দেশটির আমির সাবাহ আল-আহমাদ আল-জাবির আল-সাবাহের কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী। সরকারের মুখপাত্র তারেক আল-মেজরেম এসব তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এদিকে দেশটির আমির সরকারের এই পদত্যাগপত্র গ্রহণ করলেও নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মন্ত্রিসভাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালনের আদেশ দিয়েছেন। কুয়েতের সরকারি সংবাদ সংস্থা কুয়েত নিউজ অ্যাজেন্সি (কুনা) এক প্রতিবেদনে বলছে, কুয়েতের প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন পুরো মন্ত্রিসভার সদস্যদের অর্থাৎ ক্ষমতাসীন সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ। পাশাপাশি নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত পদত্যাগকৃত মন্ত্রিসভাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দেশটির আমির দায়িত্ব পালনের আদেশ দিয়েছেন বলেও জানিয়েছে সংবাদ সংস্থাটি।

এর আগে গত মঙ্গলবার আল-সাবাহ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল-জারাহ আল-সাবাহের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দেশটির আইনপ্রণেতারা। তার দুইদিন পরই সরকারের পক্ষ থেকে এ দেশটির আমিরের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়। এর আগে চলতি মাসেই এ সরকারের অর্থমন্ত্রী নায়েফ আল-হাজরাফ ও গণপূর্তমন্ত্রী জেনান বুশেহরি পদত্যাগ করেন। তারেক আল-মেজরেম জানিয়েছেন, মন্ত্রীদের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন আইনপ্রণেতারা।

পদত্যাগী প্রধানমন্ত্রী প্রায় ১০ বছর ধরে এ পদে ছিলেন। কুয়েতের আমির নতুন সরকার গঠনের দায়িত্ব কাকে দেবেন তা এখনও স্পষ্ট নয়।


আরো সংবাদ



premium cement
রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭

সকল