১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

ইসরাইল-ফিলিস্তিন সাময়িক যুদ্ধবিরতি, নিহত ৩৪ ফিলিস্তিনী

গাজায় ইসরাইলের হামলা ক্ষতিগ্রস্ত একটি এলাকা - ছবি : আলজাজিরা

ব্যাপক সংঘর্ষের পর সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছেছে ইসরাইল ও ফিলিস্তিন। তবে এর মাঝেও সীমান্ত অতিক্রম করে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। এ সংঘর্ষে একই পরিবারের আটজনসহ ৩৪ জন ফিলিস্তিনী নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

দু’দিন ধরে চলা এ সংঘর্ষের পর মিসরের মধ্যস্থতায় বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধবিরতিতে ঐকমত্যে পৌঁছে গাজা উপত্যকার ইসলামিক জিহাদ গ্রুপ ও ইসরাইল।

ইসরাইলের বিমান হামলায় দাইর আল বালাহ এলাকার আবু মালহৌস পরিবারের আটজন নিহত হয়েছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

অপরদিকে, গাজা থেকে ছোড়া রকেট হামলায় ৬৩ জন ইসরাইলি চিকিৎসকা নিয়েছে বলে জানা গেছে।

মিসরীয় একজন শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দু’দিন ধরে চলা এ সংঘর্ষ থামাতে তার দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরাইলের ঘিরে রাখা ফিলিস্তিনী এ উপত্যকাটিতে ইসরাইলের বোমা হামলায় বহু বাড়িঘর ও খামার ধ্বংস হয়েছে।


আরো সংবাদ



premium cement